নানাভাই বলেন,‘বর্ষা আমার প্রিয় ঋতু!বুঝলি রুপু,এই যে বৃষ্টি দেখ,এক একসময় এক এক সুর বেজে চলেছে কিন্তু কোথাও কোন ছন্দ পতন নেই!টুপটাপ,ঝিরঝির,রিমঝিম,ঝরঝর,ঝমঝম!সুর,তাল,লয়,এগুলো ঠিকঠাক থাকলে,তাই শুদ্ধ সঙ্গীত হয়ে ওঠে!বর্ষার বৃষ্টি হলো,‘A Perfect Song’.বর্ষা হলো সুর আর ছন্দের ঋতু !’ নানু ঝাঁঝিয়ে ওঠেন!কয়েকদিন যাবৎ বৃষ্টির কোন বিরাম নেই!এই বৃষ্টি ৭দিন চলবে!এর নাম ‘সাত কন্যা’!কাপড় চোপড় ধুয়ে শুকুনো যাচ্ছে না,ঘরবাড়ি কেমন স্যাঁতস্যাঁত করছে!উঠোন,বাগান,রাস্তা,কাদা পানিতে মাখামাখি,রোদের দেখা নেই!বর্ষা আবার মানুষের প্রিয় ঋতু হয় কী করে?উনি কী বুঝবেন?কাজকর্ম তো তাকে করতে হয়না!আছেন শুধু গান ,কবিতা নিয়ে!সবকিছুতেই তিনি সুর,তাল,লয় খুঁজে পান!আশ্চর্য এক মানুষ!(যাবার বেলায় পিছু ডাকে,উপন্যাস—ডা.সুরাইয়া হেলেন)।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।