আমাদের কথা খুঁজে নিন

   

ডিসকো বান্দরের জীবনে প্রথম! আপনাদের?

Speak no evil, hear no evil, see no evil. অনেক বয়স হোলো! নস্টালজিক হয়ে যাই প্রায়ই। পেছনে ফিরে ছোটোবেলার কথা ভাবতে অনেক ই মজা লাগে। তখন ইন্টারনেট ছিলো না, ছিলো না টিভিতে এত্তো চ্যানেল। কিন্তু জীবন ছিলো সুন্দর, পরিস্কার, আনন্দের। আজ আমার জীবনের প্রথম ঘটে যাওয়া কিছু জিনিষ শেয়ার করছি।

আপনারাও করুন না! ১। প্রথম ভিসিআর দেখা। সম্ভবত ১৯৭৬ সালে। আমার বাবার এক বন্ধু, যিনি জাপান থেকে ভিসিআর নিয়ে এসেছিলেন। সবাই দল করে দেখতে গিয়েছিলাম মনে আছে।

অমিতাভের এক হিন্দি সিনেমা। ভিসিআর এর পাশে কাজের ছেলে দাঁড়িয়ে বাতাস করছিলো যাতে বেশী গরম না হয়ে যায় সেই ভয়ে! আমি ক্যসেট হাতে অবাক হয়ে দেখেছিলাম--ওমা এর ভেতরে ছবি থাকে কিভাবে?!!! ২। প্রথম স্কুলে যাওয়া। ১৯৭৩ সালে, সম্ভবত জানুয়ারি মাসে! শহীদ আনোয়ার এ, মেয়েদের স্কুল! ক্লাস ৫ পর্যন্ত ছেলেরা পড়তে পারতো! প্রথম ক্লাশ কে বলতো বেবী ক্লাশ! হা্উ ফানি!! ক্লাশে ঢুকেই আম্মার শাড়ী ধরে কি কান্না! সেদিন আর ক্লাশ করা হয়নি! ৩। প্রথম কম্পিউটার।

১৯৯৩ সালে। মাত্র ৮ এম বি র‌্যাম আর ২০০ এমবি হার্ড ড্রাইভ! ৪। প্রথম সিনেমা হলে সিনেমা। সম্ভবত ১৯৭৩ সালে। সাদা কালো! আমি চিৎকার করে বলেছিলাম "ওমা, এত্তো বড় টিভি!??" ৫।

প্রথম ঘড়ি। ১৯৮৩ সালে। ক্যাসিয়ো কালো ডিজিটাল ঘড়ি! ক্যাডেট কলেজে লুকিয়ে লুকিয়ে পড়তাম যাতে ধরা না পড়ি! ৬। প্রথম সিডি। ১৯৯০ সালে সৌদি আরব থেকে কেনা Fleetwood Mac এর Tango in the Night এলবাম! ৭।

প্রথম ই মেইল। ১৯৯৬ সালে বাংলানেট থেকে প্রথম ইন্টারনেট নিয়ে নিজকেই একটা মেইল করেছিলাম এক শব্দ "Test"!!! ৮। প্রথম চিঠি। ১৯৮০ সালে ক্যাডেট কলেজ থেকে বাবা, মা কে লিখা। এ ব্যাপারে আগে একটা পোস্ট দিয়েছিলাম অবশ্য! ৯।

প্রথম প্লেনে ভ্রমন। ১৯৭৯ সালে ঢাকা থেকে চট্টগ্রাম! ১০। প্রথম পৃথিবীর আলো দেখা! অক্টোবর মাসের কোনো এক দিন বেলা ৩ টা ৫ মিনিটে! এটা পরে আমি আমার আম্মার ডায়েরি থেকে জেনেছিলাম! অনেক খুশী আর সুখী মনে হচ্ছে নিজেকে এগুলো শেয়ার করতে পেরে! আপনাদের গুলো জানার অপেক্ষায় রইলাম! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.