Speak no evil, hear no evil, see no evil. আমাদের আর্মি মেস এ থাকে মেস ওয়েটার, যে খাবার পরিবেশন করে আর থাকে কুক, যে খাবার রান্না করে। খাবার রান্না যদি খারাপ হয় তবে কুক কেই দোষারোপ করা যায়, তাই না? আমদের মেস এ একদিন রান্না ভালো হয়নি বলে এক অফিসার খামাখা মেস ওয়েটার নোয়াখালির শামসু মিয়াকে বকা ঝকা করছে। মেস ওয়েটার নোয়াখালির শামসু মিয়া অনেক সহ্য করতে করতে না পেরে শেষ পর্যন্ত নোয়াখালির ভাষায় বলেই উঠলো: ফাক (Fuck) কি আই কইচ্চি নি? ফাক (Fuck) কইচ্চে তো কক (Cock) এ!! (রান্না কি আমি করেছি? রান্না করেচে তো কুক!) আমার হাসতে হাসতে জান কেড়াবেড়া!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।