ভাল লাগে ফুল, কিছু কিছু ভুল দু' একটা বাতিঘর মাঝে মাঝে চেনা যায় মাঝে মাঝে ঝলসানো শহরের রং নিপাট আড়াল করে তাবৎ দৃশ্য থেকে ফিরে আসি চেনা ঠিকানায় তেমন উষ্ণ নও, নও ঠিক তেমন উজলা স্বপ্নের গা পুড়ে তুমিও ঝলসে গেছ, যাক এলানো চাতাল নিয়ে খুলে আছি ভেতরের চোখ দু'একটা চেনা রোদ এখনো থমকে আছে জল জমে আছে বারান্দায়- টবে এখনো চিনিয়ে দিচ্ছে বিধ্বস্ত বাড়ির ভেতর সুরের ঝিলিক মাখা পরিচিত কাব্যগুল্ম লতা এখনো চিনিয়ে দিচ্ছে কুয়াসায় বেদনার ঘোর এখনো জানিয়ে দিচ্ছে- কানামাছি অভিমান কাঁপা কাঁপা ক্লান্ত দুই ঠোঁট এভাবে হারবে যদি, হায় চোরাবালি অভিমানে ডুবে যেতে যেতে যেতে.. অন্তত একবার হাত পুরি- সূর্যের গুহায়
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।