জীবনকে খুব কাছ থেকে দেখতে চাই। গতানুগতিকতার গন্ডি থেকে মুক্তি চাই। এতে হয়তো শুনতে হবে অনেক অপমানের বাণী। ভয় করি না।
আজি এ পড়ন্ত বেলায় বড়
বেশি বিষন্ন লাগে।
স্মৃতি গুলো সব এলমেলো হয়ে
দিচ্ছে অসহনীয় পীড়া প্রতি নিয়ত।
ভাবতে কিছু লাগে না ভাল।
সব যেন হয়ে গিয়েছে কাল।
এ অন্ধকারের শেষ কোথায় ,
জানি না চলছি আমি কোন হেথায়।
সমুদ্র তুমি কি নেবে আমার জল?
আমার আছে অনেক
যত পার তত নিও
নিজেকে তুমি যেমন খুশি তেমন সাজিও
পাহাড় তুমি এত নিঠুর কেন
তোমার বুকে লও না কেন
আমার যত কান্না
অরণ্য তুমি আমায় কেন
তোমার কাছে ডাক না?
একটু কি দেবে না
তোমার বুকে হারিয়ে যেতে।
বৃষ্টির জলে একাকার হয়ে যায়
সব আঁখি জল
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।