অস্ত রবির গোধূলি বেলায়
ক্ষণিকের লুকোচুরির মায়ায় যখন-
ভাবি চলে যেতে হবে এখুনি
প্রিয় মানুষটাকে রেখে আমারি
নীড়ের উদ্দেশ্যে বিষণ্ণ মন সঙ্গে নিয়ে;
কিছুটা ক্লান্তির ছাপ অবয়বে মিশে থাকা
অবিশ্রান্ত চলন্ত পথে। তখন
বিমর্ষ হয়ে পড়ি যতটা আনন্দে
কাটিয়েছি পূর্বক্ষণ বিমলিন স্তব্ধতায়
পাশাপাশি পথ চলায়,
কোমল হাতের স্পর্শে স্নিগ্ধ মায়ায়
জড়ানো অনুভূতি সঙ্গে নিয়ে; তা
রোমন্থন হতে থাকে পুনশ্চ।
স্মৃতির আঙিনায় বার বার
উকি দিয়ে পেছনে ফিরে যাই;
হঠাৎ পার্শ্ব মানবটির স্পর্শে
সম্বিত ফিরে পেয়ে নিজেকে গুছিয়ে নিই।
কিছুক্ষণ পূর্বেও যেখানে ছিল মুখ ভর্তি
টোল পড়া হাসি; যে হাসি
প্রত্যক্ষ করলে মন প্রাণ জুড়িয়ে যায়।
শত-সহস্র বেদনা বিধুর অবসন্ন মন
ক্লান্তি থেকে চাঙা হয়ে ওঠে।
একটুখানি হাতের কোমল পরশে সকল
দুঃখ ভুলে অমিত হাসির খই ফোটে
আপন মুখে। বাতাসে খোলা চুল
দোলা খাওয়ার উচ্ছ্বল আনন্দে শিহরিত
হয় আপন প্রাণের মাঝে।
এরকম অজস্র অথচ ক্ষণিকের সুখ
ছেড়ে চলে যেতে হয় গোধূলি বেলায়
বিষণ্ণ মনে। শত কান্না আর দূরে
রেখে আসা অনুভূতির স্মৃতিময়তা
ফিরে ফিরে স্মরণ করিয়ে দেয়
একান্ত সুখের মুহূর্তগুলোকে। যা ভেবে
চলমান পথে নীরবে নির্বাক কান্নায়
চোখের জলে বস্ত্র সিক্ত হয়ে যায়।
তবুও আবেগের মোহে বেধে রাখি
এ প্রাণ তারই অপেক্ষায়......। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।