আমাদের কথা খুঁজে নিন

   

বিষণ্ণ নির্জনযাত্রী

পৃথিবীর সব আলো নিভে গেছে আমার চোখের মত অস্পষ্ট তোমায় দেখি কাচের চোখে যেতে পারে দৃষ্টি দূর যত; হাতের মুঠোয় বন্দী ফ্রেমে। কখনও ঘোলা নোনা জলের ঝাপটাতে , পথ ভুলে এসেছি এই পৃথিবীতে রাতের কুয়াশা ছিঁড়ে; বর ক্লান্ত এই অল্প কিছু দূর এসে মনে হয় দিয়েছি পারি ঢের পথ । অবাক হয়ে ভাবি, আজ কোথায় তুমি? যে দেখিয়ে ছিল আমায় রূপালি স্বপ্ন। অন্ধকার রাতে অশ্বত্থের চূড়ায়। আজ একা বর নিঃসঙ্গ আমি , নির্জন দ্বীপে উত্তাল সাগরের ঢেউ গুনি আর আছে নক্ষত্র যত । বলি জিবনানন্দের মত মৃত্যুরে বেসেছি ভালো সকলের আগে আমি,- মৃত্যুরে তবুও করে ভয়;

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।