মহাসাধক
ধ্রুবক আকাশ
মন্থর গতিতে
টুকরো টুকরো মেঘ ভেসে যায় গন্তব্যে
ধুসর পাখিরা অকারন ব্যস্ততায়
উড়ে যায় মেঘের কাছাকাছি
খোলা প্রান্তরে নির্জন দুপুরে
এক কিশোর
চোখ দুটি স্থির
ব্যস্ত হাতে ঘুরছে লাটাই
মন বেঁধেছে ঘুড়ির সাথে
ঊড়ুক ঊড়ুক আজ মুক্ত বাতাসে।
আর রঙ্গিন ঘুড়ি
বাতাসে অদৃশ্য নকশা এঁকে মুক্তির পথ খোঁজে।
মেঘের কাছাকছি ঘুড়ি
ভাবে কিশোর
যাবেই আজ নীলাকাশ ছিঁড়ে।
আকাশে তখন আবার ঘুড়ির মেলা
আজ নয় কোন বাঁধন কাটার খেলা।
হঠাত সুতোর টান টান বাঁধন
হালকা হয়ে আসে
মুক্তির স্বাদ পেয়ে ঘুড়ি
মেঘের সাথে পাল্লা দিয়ে ভাসে।
শেষ ঘুড়ি হারিয়ে
খোলা প্রান্তরে বিষন্ন কিশোর দাঁড়িয়ে
লাটাই শোয়ানো ঘাসে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।