আমাদের কথা খুঁজে নিন

   

বিষণ্ণ হাহাকার

আহসান জামান

তোমার চোখের নীচে কালো দাগে ভেসে ওঠে শীতকুয়াশার চাদর মোড়া নদী; নিঃসঙ্গ কিশোরের নিঘুম রাত পোহানো; ভোরের কথা মনে পড়ে। বুনোফুলের উপর যে প্রজাপতি রকমারী ডানা মেলে বসতো, তাকে ছোঁয়ার বাসনা নিয়ে; তাকিয়ে থাকি জানালায়। এরমাঝে অনেক ট্রেন চলে গেছে দূরে, পথিকেরা হেঁটে গেছে অজান্তা শহরের দিকে; তাদের ছায়ায় সারসের গ্রীবার মতো নিঃশব্দ পড়েছি আমি আর গুনে গুনে ভুলে গেছি গননার অংক। রোদ-বৃষ্টির দিন বদলে; আমরাও বদলে নিয়েছি আমাদের। চারিধার, সবুজ পুঁড়ে; ছাই রংয়ের সন্ধ্যা নেমে এলে; দু'চোখের কালো অন্ধকারে নিঃসঙ্গতার ঢল নামে; একা। তোমাকে ছুঁয়ে; রোদ্দুরে পুঁড়ে যাবো ভেবে ত্বকরোধক মেখেছি কেবল। কৈশোর-আলোর ভিতর স্বপ্নরা নিভে গেছে কবেই; যেদিকেই চোখ রাখি; বিষণ্ণ হাহাকার।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।