আমাদের কথা খুঁজে নিন

   

বিষণ্ণ ভরা কাকাতুয়া

আলমগির সরকার 'লিটন' বগুড়া জেলার সারিয়াকান্দি থানার সারি সারি সুপ্রশার বাধ,বাধের দুধারে সবুজ শ্যামল অপরূপ দোল খাওয়নো কলা গাছ যেনো টলটল করা যমুনার পাগলা স্রোতে সাথে মিশে যাওয়া 'সরকার বাড়ির'এক সাধারণ পরিবারে ৫ জুলাই ১৯৮১ সালে জন্মগ্রহণ করেছি,সহজ সরল ভাবে বড় ঠিক না মনে নেই ভাবছো,সব বিস্মৃতি হয়ে গেছে। সেই নিভু নিভু করে নিভে যাওয়া,চুপচাপ করে নিঃশ্বাস আসা যাওয়া করে,পশ্চিমে থেমে যাওয়া। এক ভয়ংকর প্রলয়ের আগ্নেয়গিরির ধারা,এখন কেন? মাঝ রাতটি ধরে ক্ষুধার্ত হিংসের গর্জনের মতোন মাঝে মাঝে হাহাকার শূণ্যতায় গর্জে উঠে গর্জে উঠে। প্রেমে মরা প্রেতাত্মার হয়নি দগ্ধ,নীল মেঘ জুড়ে ক্ষত, ঠিক যেনো সমুদ্র সৈকতের নীরব আর্তনাদের মত, তীব্র গতীতে মাটি ভাঙ্গা যমুনার উত্তল স্রোতের মত। এ কেমন প্রেম?যার ছায়া নেই!মায়া নেই শুধু অন্তদহ জ্বালা আর জ্বালা।স্মৃতির কখন হয়না মরণ,হকনা যত বিস্মৃতি,স্বপ্ন ঘোরে করে বিচারণ,পরে না তো প্রভাতের লাল সূর্যের কিরণ,বিষণ্ণতা!বিষণ্ণ ভরা এক কাকাতুয়া, আঁধার নামে শোক বিষণ্ণে,বিস্মৃতি নয়,স্মৃতির গর্জনে। লেখার তারিখঃ ০৫/০১/১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।