একটু তাড়া ছিল। ছোট বোনটাকে নিয়ে নিউমার্কেট যাবো। সেখান থেকে আরেকটা কাজের জন্য যেতে হবে। বাসার সামনে সবসময়ই দু-একটা রিক্সা দাঁড়ানো থাকে। আমি একটাকে জিজ্ঞেস করলাম,
"যাবা নাকি নিউমার্কেট?
ব্যাটা খানিকটা উদাসভাবে আরেকদিকে তাকিয়ে বললো,
"যামু।
ভাড়া ২৫ টাকা"
(এমনভাবে তো মনে হয় ফিক্সড প্রাইস-এর দোকানদারও দাম বলে না)
২০ টাকার ভাড়ার যায়গায় অকারনে ২৫ টাকা দেয়ার কোন মানে হয় না। আমি সামনে হাঁটা শুরু করলাম। ব্যাটা কী ভেবে ডাক দিল,
"ভাইজান আসেন। "
অর্ধেক রাস্তা এসে গেছি, হঠাৎ ব্যাটা বলে উঠল,
"ভাইজান, ভাড়া ২৫ টাকা দিয়েন। ন্যায্য ভাড়া ৩০ টাকা, আপনে অন্তত ২৫ টাকা তো দিবেনই।
ন্যায্য ভাড়া যা তা তো দিতেই, নাকি?"
এই কথা শুনে আমার মেজাজ খারাপ হবে কি, আমার বোনই রেগে গেল।
"আপনাকে তো জোর করে কেউ আনেনি। মাঝ রাস্তায় এসে এটা কি ফাযলামি? আগে বলেন নাই কেন? তাহলে আমরা আপনার রিক্সায় উঠতাম না। "
আমাদের কথাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে ব্যাটা বলে কী-
"শোনেন, যে সব প্যাসেন্জার ভাড়া নিয়ে ক্যাচক্যাচ করে আমি তাগো লগে কথা কই না। চুপ থাকেন"!!!!
বিস্ময়ে আমরা হতবাক!! কী বলে ব্যাটা! জীবনে বহু রকম রিক্সাওয়ালা দেখেছি, কিন্তু এই রকম উচ্চস্তরের কাউকে আগে কখনো দেখার সৌভাগ্য হয়নি!! ভাবছি এত পড়াশোনা করে কী লাভ, তারচেয়ে বরং রিক্সা চালানো শুরু করে দেই!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।