আমাদের কথা খুঁজে নিন

   

রিক্সাওয়ালা কে নিয়ে আমার অভিজ্ঞতা

Click This Link সাইফ বারী ভাইয়ের পোষ্ট এর মন্তব্য দিতে গিয়ে এটি লিখলাম। সকলের সাবধানতার জন্য পোষ্ট করলাম। রিক্সাওয়ালা কে নিয়ে আমার অভিজ্ঞতা অনেক তিক্ত। আমিও আগে ট্রাই করতাম নির্ধারিত ভাড়া থেকে ২-৫ টাকা বেশী দেয়ার জন্য কিন্তু এখন আর দেইনা । ১ম ঘটনা: আমি আমার খালা কে নিয়ে মিরপুর-১ থেকে ডায়াবেটিক হাসপাতালে (বাংলা কলেজের উল্টো পাশে) যাচ্ছি সন্ধা আট টার দিকে।

আমি বসেছিলাম বাম পার্শে এবং আমার মোবাইল ছিল বাম (পান্জাবীর)পকেটে । যখন রিকশা থেকে নামলাম পকেটে হাত দিয়ে দেখি মোবাইল নেই। ঠিক ঐ মুহূর্তে বুঝিনি মোবাইল কিভাবে খোয়া গেল। পরে দেখলাম আমার পান্জাবীর বাম পকেটে ব্লেড দিয়ে কাটা। তারমানে???? কি হয়েছিল??? রিক্সার পেছনে কোনো পিচ্চি উঠে বাম পাশ থেকে আমার পকেট কেটে মোবাইল নিয়ে নিয়েছে।

মিরপুর-১ থেকে ডেল্টা হাসপাতাল পর্যন্ত আমি খেয়াল করেছিলাম মোবাইল পকেটে আছে। তার কারন ডেল্টা হাসপাতাল এর আগে পর্যন্ত কেন যানি আমার মোবাইলটা টান লাগছিল, আর যখনই টান লাগছিল আমি মোবাইলের উপর হাত রাখছিলাম। কিন্তু আমি ভাবতেই পারিনি যে রিকশার পেছনে কেউ উঠে এরকম করতে পারে। তাই পেছনে দেখার প্রয়োজন অনূভব করিনি। এখন কথা হল রিক্সাওয়ালা এই ঘটনার সাথে কিভাবে জড়িত??? যেহেতু রিক্সাটি মোটর চালিত ছিলনা, রিক্সার পেছনে কেউ উঠে থাকলে রিক্সাওয়ালার টের পাওয়ার কথা।

২য় ঘটনা আরেকদিন শেয়ার করব। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।