আমাদের কথা খুঁজে নিন

   

রিক্সাওয়ালা ভাইদের বিলাসী আচরণ

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই

তারা কোথাও যাবে না। রাস্তায় বসে থাকবে খালি রিক্সা নিয়ে। কখনও খালি রিক্সা নিয়ে ঘুরে বেড়াবে কিন্তু যাত্রী নেবে না। যাবে কিনা জিজ্ঞেস করলে নির্দ্বিধায় না বলে দেয়। ইদানিং রিক্সাওয়ালা ভাইদের বিলাসী আচরণ যাত্রীদের অতিষ্ঠ করে তুলেছে।

অনেক যাত্রী ঘণ্টার পর ঘণ্টার দাঁড়িয়ে থেকে একটা রিক্সা পাচ্ছেন না। অথচ তার আশেপাশেই অনেক রিক্সাওয়ালা খালি রিক্সায় বসে আড্ডা দিচ্ছে। বাধ্য হয়ে অনেকে হেঁটে রওয়ানা হয় গন্তব্যে। আর যদি আবহাওয়া খারাপ থাকে, তবে রিক্সাওয়ালাদের পোয়াবারো। ভাড়া ডাবল।

তারপরও যাবে কি না তা তাদের মর্জির উপর নির্ভর করে। তাছাড়া ভোর, দুপুর, সন্ধ্যা কিংবা গভীর রাতের অজুহাতে দু এক টাকা অহরহ হাতিয়ে নিচ্ছে রিক্সাওয়ালারা। অথবা কোন কারণ ছাড়াই দু একটাকা রেখে দিচ্ছে। ভাড়া না বলে উঠলে অবশ্যই দু একটাকা বেশি রাখবে রিক্সাওয়ালারা। কোন কারণ না পেলে বলবে, গরীব মানুষকে দু এক টাকা বেশি দিলে কি কমে যাবে ? রিক্সাওয়ালারা পরিশ্রম করে জীবন চালায়।

পৃথিবীর প্রতিটি মানুষ পরিশ্রম করে জীবন চালায়। বিল গেটস কি পরিশ্রম করে না ? পরিশ্রমের সাথে তো ধনী বা গরীব প্রশ্নটি জড়িত নয়। কিন্তু রিক্সাওয়ালা ভাইদের ধারণা, তারাই একমাত্র পরিশ্রম করে আর অন্যরা গায়ে হাওয়া খেয়ে বেড়াচ্ছে। এ কারণে তাদের ভাড়া বেশি দিতে হবে। কিন্তু ভাড়ার চেয়ে বেশি পীড়াদায়ক তাদের বিলাসী খামখেয়ালি আচরণ।

পৃথিবীর যে কোন সভ্য দেশে যারা যাত্রী সেবা দেয়, সে সব যানবাহন যাত্রী যেখানে যেতে চায় সেখানে নিতে বাধ্য থাকে। যাত্রীর পছন্দকে গুরুত্ব দেয়া হয়। আমাদের দেশে রিক্সাওয়ালা, অটো রিক্সা কিংবা টেক্সি ক্যাব কোন চালকদেরই এই দায়বোধ নেই। এই দায়বোধ না থাকায় যাত্রী দুর্ভোগ আমাদের জীবনের নিত্যসঙ্গী। এই চরম দায়িত্বজ্ঞানহীন আচরণ থেকে তাদের বের করে আনার কোন উপায় কি আছে ?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।