আমাদের কথা খুঁজে নিন

   

রিক্সাওয়ালা বেয়াদ্দবটাকে যেভাবে সাইজ করলাম

ব্লগিং শুরু করলাম এনাদের জমিদারী আজকাল চোখে পড়ার মত। এক জায়গা থেকে আরেক যায়গায় যেতে চায় না, হাত পা ধরা লাগে, টাকা তো মারাত্তক পরিমান "চার্জ" করে। আজকের তাপমাত্রা আজকে মারাত্তক, রিক্সাওয়ালাগুলার মেজাজ তো বিড়ি সিগারেট টেনে সারাক্ষণই গরম থাকে আজকে আরো গরম ছিল। আমারও মন ভালো ছিল না। এক জায়গা থেকে বাসা পর্যন্ত ভাড়া ঠিক করলাম ৬০ টাকা, চিন্তা করেন ৬০ টাকা কি কম? আসতে ২০-২২ মিনিট লেগেছে।

ডিস্টেন্স হিসেবে ভালোই টাকা। কিন্তু শালাদের তাও মন ভরে না। বাসায় নেমে ১০০ টাকার নোট দিলাম, বলে ৭০ টাকা দেন। আমি বললাম ৬০ টাকার বেশি দিবো না। হাউ কাউ করা শুরু করলো, নোট নাকি ছেড়া! একটা সামান্য একটুখানি টেপ লাগানো নোট যদি ছেড়া হয় তাহলে ওরাইতো সব ছেড়া নোট দেয়।

তার উপ্রে আরো বলল তার কাছে নাকি ভাংতি নাই, ১০ টাকা বেশি দাবি করেছিলো সেটা দেই নাই তাই কি কাহিনী শুরু করলো রাস্তার মধ্যে দোকানে গিয়ে পেপসি কিনে ভাংতি করিয়ে ইচ্ছা করে ১০টাকার একটা মারাত্তক ফাটা নোট ম্যানেজ করলাম। মনে মনে বললাম -ফাইজলামি করার যায়গা পাওনা? টাকা ধরিয়ে হাটা দিলাম, কি করবে? এই টাকা আমি শিওর ব্যাটা চালাতে পারবে না। নোটঃ আগে রিক্সাওয়ালাদের উপরে সিম্প্যাথি ছিল, টাকা নিয়ে বেশি ঝামেলা করতাম না। কিন্তু দিনে দিনে এরা যেমন শুরু করেছে, কি বলবো? আর নবাবী আচরন তো আছেই। সব সিম্প্যাথি উঠে গেছে।

এজন্য এরাই দায়ী। চালের দাম বাড়ে ১০ টাকা এদের পিছনে খরচ বাড়ে ৫০ টাকা। রিক্সাওয়ালারা লাইনে আসুন। ফেসবুক লিঙ্ক দাদা আমাদের দেশের ব্লগে তো বাংলাদেশের নামে ব্যাপক কথা কইলেন, এখন এইগুলার উত্তর দে দেশি কোম্পানিগুলারে যারা চান্স পাইলেই খোচা মারেন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।