ভবের খেয়া এবার বাওয়া হইল আমার শেষ; এবার তরী ভাসিয়ে দিলাম পরপারের দেশ ।। মোহন সিং - রাগরাগিণীর সুরের ঠাটে রবীন্দ্রনাথের গানে অপ্রচলিত রাগ-রূপের নিদর্শন সূচী - ১। খট - তেওট : সব নিশ জাগি পিয়ু তোর সঙ্গ রবীন্দ্র সঙ্গীত : পেয়েছি অভয়পদ ২। গোঁড় - ঝাঁপতাল : ইয়েহ লড়াই লড়োরে গুণী জ্ঞানী রবীন্দ্র সঙ্গীত : তুমি জাগিছ কে ৩। নিশাসাগ - ঝাঁপতাল : দোসাহা দোখ-দুখ দলনী, কুরু দেবী দয়া রবীন্দ্র সঙ্গীত : বহে নিরন্তর অনন্ত আনন্দধারা ৪। নটমল্লার - চৌতাল : বানওয়ারী বিন মোকো আলি রবীন্দ্র সঙ্গীত : চিরদিবস নবমাধুরী ৫। রাজবিজয় - তেওরা : অরি দল মলন রে রবীন্দ্র সঙ্গীত : সংশয় তিমির মাঝে না হেরি গতি হে ৬। সফদ্দা - তেতালা : করসঁ কর বাঙ্গুরি বহিয়াঁ রবীন্দ্র সঙ্গীত : দুঃখরাতে হে নাথ কোয়ালিটি : ১২৮ কেবিপিএস এমপি৩ ফাইল সাইজ : ৪৫ মেগাবাইটস ডাউনলোড : মোহন সিং - রাগরাগিণীর সুরের ঠাটে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।