আমাদের কথা খুঁজে নিন

   

মোহন রাতে



মোহন রাতে শাফিক আফতাব.............. রাত পৌনে তিনটে এখন__বালিশের নিচ থেকে বেরিয়ে আসছে কাশফুলের প্যাকেট তিমি মাছের মতোন ফুলে উঠছে সমুদ্রের পেট কেউ আবার অপারেশন থিয়েটারে যেতে পড়েছে মোজা কেউ আবার পানাহার করছে__আগামীকাল থাকবে রোজা। নিয়নবাতিগুলো নিঃসঙ্গ জ্বলছে__কত অনাদী কালের দুঃখ যেন হলুদ আলোয় রাজপথ বন্দি ঘোড়ার মতোন একটি জিরিয়ে নিচ্ছে গ্যারেজের ফাঁকে, ঘুপসীতে, ছাপড়ায় আর পাঁচতারা হোটেলের প্যাসেজে কেউ ঢক ঢক গিলে খাচ্ছে অবীলায়। দীর্ঘ মেয়াদী চুক্তির শর্তে কেউ ডুবছে নালায়__সমুদ্রে কেউ আবার খণ্ডকালীন অধ্যাপকের মতোন দিনহাজিরা দিচ্ছে কোথায় আবার ডাক শোনা যায়, বেঁধে গেছে মাগি আর খদ্রে। কেউ আবার অবৈধ বীর্যের দাগ__মুছে আপন আলয়ে অঘোরে ঘুমোাচ্ছে। এমন মোহন রাতে আমি এক নিশাচর প্রাণী কবিতার বাক্য সাজাতে ব্যতিব্যস্ত ওদিকে কত ঘটনা ঘটে গেলো__কতগুলো অবৈধ জাতকের ভ্রুণ নষ্ট হলো,__নষ্ট হস্ত। ০৯.১১.২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.