সকাল থেকেই বাসায় সম্পূর্ন একা। প্রচন্ড বোরিং লাগতেছিল। চিন্তা করলাম একটা মুভি দেখলে মন্দ হয় না...কিন্তু কোনটা দেখা যায়?
টাইটানিক..না, ডিজাস্টার দেখার মত মুড নাই। হুগো...না,স্করসেস সাহেবের মুভি দেখার মতও মন মানসিকতা নাই। ম্যাট্রিক্স...ধূর,এমনিতেই মন ভালো নাই...আবার মারামারি..!
নাকি আমার সবচেয়ে প্রিয় হ্যারি পটার সিরিজের কোন একটা মুভি...না,জটিল ফ্যান্টাসি কাহিনী দেখার জন্যও ব্রেইন প্রস্তুত নাই।
এবার ডিস্কগুলোতে একনজর চোখ বুলালাম। home এ যেহেতু alone,সেহেতু HOME ALONE টাই দেখা যাক...!এতদিন দেখি নাই...এমনিতেই ডিস্ক ঘুমাইতেছিল..!এবার উহাকে জাগাতে হইবে বলে মনস্থির করিলাম..!
ভাইজানেরা...কি আর বলব!হাসতে হাসতে আরেকটু হইলে হার্টফেল করে ফেলতাম!!তারপরেই দুই নাম্বারটা দেখে ফেললাম...একই কেস..!বরং আরো কয়েক ভোল্টেজ বেশি..!
kevin mcclestar দশ বছরের এক পাংকু পোলা। তাকে নিয়েই মুভির কাহিনী। 1990 সালে মুক্তি পায় home alone এর প্রথম পর্ব,যেটি ৫৩৩ মিলিয়ন ডলার ব্যাবসা করে। কোন কমেডি মুভির ইতিহাসে এটাই সর্বোচ্চ আয়।
anyway,আমার মত আপনাকে কোন মুভিটি সবচাইতে বেশি হাসিয়েছিল???? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।