আপনার হার্ডডিস্কে শত শত মুভি আছে যেগুলো আপনি দেখেন নি। একদিন থিক করলেন যে মুভি দেখবেন। কিন্তু কোনটা দেখবেন তা আগে থেকে না ঠিক করে রাখলে আপনি চয়েসের অভাবেই মুভি শুরুই করতে পারবেন না। আমি ঠিক এই সমস্যাতেই পডি।
দ্যা গুড, ব্যাড এন্ড আগলি তেমনি একটি মুভি।
আমার ড্রাইভে অনেক দিন হয় ছিল। কিন্তু দেখব দেখব করেও দেখা হচ্ছিল না। নাজমুল ভাই এর রিসেন্ট রিভিও ব্লগ পডে আর দেরি করি নি। খুবি ভাল একটা মুভি।
তাই প্লট অনেক গুরুত্বপূর্ন।
যাক সে কথা। আজ যে মুভিটির কথা বলব তা হল রাসেল ক্রো এর দি নেক্সট থ্রি ডেইজ। অনেকে হয়ত রাসেল ক্রো জেনেই মুভিটি দেখে ফেলেছেন। এবং ভাল লেগেছে আশা করি। যারা দেখেন নি এখনো তাদের জন্য রিভিও বলতে পারেন।
যেটুক মনে আছে সেটুক থেকেই লিখছি-
রাসেল ক্রো একজন ইউনিভার্সিটির টিচার । ওয়াইফ আর এক ছেলে কে নিয়ে সুখের সংসার তার। একদিন ঘটনা ক্রমে তার ওয়াইফ হত্যা মামলায় জডিয়ে পডেন। যদিও মুভির শুরু থেকেই বুঝা যায় যে সে এই খুনের সাথে কোন ভাবেই জডিত নয়।
কোন ভাবেই আদালতে তার ওয়াইফ কে নির্দোস প্রমানিত করা গেল না।
হতাস হলেন ক্রো। রায় হল। অনেক বছরের জেল হল। ক্রমেই ভেংগে পডতে থাকেন নিপাট ভদ্রলোক রাসেল ক্রো।
তার ছেলের দিকে চেয়ে বউকে মুক্ত করার মিশন নেয় সে।
জেল পালাতক এক্সপেরিয়ান্সড একজন কে খুজে বের করে সে। তার কাছ থেকে কিছু বিষয় (জেল পালানোর) টিপস ! শিখে নেয় সে। তার টিপস গুলোর মাঝে ছিল -
-A lots of looking around the jail
-fake passport
-Fake social security number
-Out of bus and rail station and local air port
-Significant use of Time
-Truck load of Money
ডায়লগ গুল মনে ছিল তাই দিয়ে দিলাম
এর পরের থেকেই মূলত কাহিনীর শুরু । একবার শুরু করতে পারলে না শেষ করে উঠতে পারবেন না। অসাধারন প্লানিং............ মুভিটি দেখতে দেখতে এক সময় সসাঙ্ক রিডেম্পসন এর কথা মনে হয়ে যেতে পারে।
থাকলে এখনি দেখা শুরু করতে পারেন। না থাকলে ডাউনলোড দিয়ে ঘুমান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।