আমাদের কথা খুঁজে নিন

   

খুঁজে পেলাম মিতু কে

ভালোবাসায় ঈশ্বর .. ভালোবাসায় তুমি .. ভালোবাসায় আমি .. ভালোবাসায় অন্য সবাই... শুধু জেনো ..ভালোবাসায় ভালোবাসা আচ্ছা কেউ কি আজ আমার কথা গুলো বিশ্বাস করবে ? আমি যদি কিছু অবাক করা কথা বলি !! গতকাল আমার বন্ধু মিতু কে নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিলাম । ওকে অনেক বছর ধরে খুঁজে চলেছি , পাইনি। গতকাল ওকে খুজে পাবার আকুতি আর আমার বন্ধুদের দোয়া আর তাদের পাঠানো কয়েকটা লিঙ্ক থেকে ,আমি আমার বন্ধু কে খুঁজে পেয়েছি , একটু আগেই মিতুর এসএমএস আসলো ,আমার ফোন নং চাইলো , আমি দিলাম , সুদূর অস্ট্রেলিয়া থেকে অবিশ্বাস্য ভাবে মিতুর ফোন আসলো , অনেক কথা হোল , দুজনেরই চোখের কোনে জল , বুক ফেটে যাচ্ছে আনন্দে , এতো আনন্দ কত শত দিন পর ওর কথা শুনলাম , মনে হল এই আমি ধরে আছি মিতুর হাত, ছাদের এক কোনায় বসে গল্প করছি দুজন ! এমন আনদ জীবনে খুব কম পেয়েছি। ,একদিন তুই আমার পাশে ছিলি ! তোর পাশে থাকাকে সঙ্গি করে ছেলেবেলার দুরন্ত দিন গুলো কেটেছে । তুই চলে যাবার পর থেকে আমার জীবনে ঘটে গেছে অনেক কিছু , যা তোকে বলা হয়নি ! এখন বড় একা হয়ে গেছিরে আমি ! পৃথিবীর পথে পথে অনাথের মতো হেঁটে বেড়াই ! তুই যদি কোনোদিন ফিরে আসিস ! সেদিন তোকে অনেক গল্প শোনাবো ,এই অপেক্ষায় আজ থেকে কাটিয়ে দেবো সকাল , দুপুর , সন্ধ্যা বেলা ! আমি যদি অপেক্ষার প্রহর গুনতে গুনতে মরেও যাই / যদি কোনোদিন আমার এই লেখা তোর চোখে পড়ে একদম কাদবিনা বলে দিলাম ! আমি মরে গেলেও তোর কান্না আমি সইতে পারবোনা । ভালো থাকিস । আমার অনেক ভালোবাসা তোর জন্য তুলে রাখলাম ।আর একটা কথা শোন , আজ থেকে তোর ফেসবুক আইডি টা বরফে ছুবিয়ে রাখবো , যাতে কোনোদিন তা আর নষ্ট না হয় আর যেন হারিয়ে না যায়!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।