আমি বেঁচে আছি আমার ভালো লাগাগুলোকে নিয়ে
তোমরা ভীষণ আশাবাদী,
অন্তত নিজেকে ব্যর্থ বলার দুঃসাহস খুবই কম ।
ভীষণ কোণঠাসা হয়েও ঘুড়ে দাঁড়াও ।
প্রতিরক্ষার অস্ত্র হিসেবে নিভৃতে কর দুঃখচারণ ।
মিশ্রিত কত অনুভূতি শূন্য করে তোলে
আর শূন্যতায় নতুন স্বপ্নরা আসে ।
বারুদ মন কামনা দাগে
আর তখনই তো জেগে ওঠা ।
পাহাড়ের চূড়ো থেকে নিচে তাকিয়ে
অজানা ভয়ে কেঁপে উঠতে পার ,
অথবা একটু প্রসারিত চোখে
সূর্যাস্তের সুন্দরে বিলীনও হতে পার ।
প্রশ্ন হল তুমি আসলে কিভাবে দেখ ?
কোন মুহূর্তে তুমি দেখতে শেখ ?
ভ্রান্তিরা বাধ্য করে ,
খুব জব্দ করে ।
কিন্তু মনের দেয়ালে শেষ পর্যন্ত
চেতনা নামের বিশাল এক পোস্টার মারে ।
তৃষ্ণা সম্ভবতঃ জীবনের সবচেয়ে সুন্দর অলংকার
আর প্রত্যাশাই হয়ত জীবন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।