কেনো তুমি বলেছিলে,
ভালোবাসো শুধু মোরে
তাইতো অপেক্ষায় আজও আছি
কত বসন্ত ধরে
চেয়ে আছি তোমার তরে।
ভেবে ফিরি বারে বারে
হয়তো তুমি আসতেও পারো
কোন এক বসন্তে।
কত বসন্ত আসে যায়,
পাইনি তবুও সামান্য
অথবা-
মলিন স্পশ' তার।
কত স্মৃতি, কত কথা
আজও বলা হয়নি তারে
কত গান, কত সুর
পারিনি শোনাতে কভু-
শুধু আশা নিয়ে বেঁধেছি ঘর।
আজও বুঝাই নিজেকে
হয়তো আসলেও আসতে পারে
নতুন কোনো সাজে
শীত ফুরিয়ে গেলে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।