আমাদের কথা খুঁজে নিন

   

খুঁজে খুঁজে একা

আহসান জামান

পড়ে আছে আশপাশ, মৃদ বাতাস এলোমেলো খোলাচুল, আনমনে বসে থাকা ক্ষণ শ্রাবণচোখে ওড়ে মেঘের পারাপার আষাঢ়ের ঢল। সারাদিন আজ আনমনে বসে থাকা ক্ষণ। জমে ওঠে কাজ; সারাবেলা উড়ুউড়ু মন অলস বিকেলজুড়ে উদাসী মুখ আয়নায় চোখ পড়ে; টলমল জল। মৃদ কাঁপে হাত, ক্লান্তির দু'চোখ ভরে ডেকে ওঠে মন ... আজ আমার মন খারাপ, মনে পড়ছে তোমার কথা; ভীষণ। আকাশে জমেছে মেঘ, বৃষ্টিতে কেঁদেছি ভীষণ; খুঁজে খুঁজে একা।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।