সকাল
প্রার্থনা সারা হলে
অন্ধকার আলো হয়ে যায় যখন।
তোমার মুখে রোদ পড়ে থাকে।
কপালের এলোচুল সরালে যদি ঘুম ভেঙে যায়।
তাই সরে আসি তফাতে।
সকালের সুনীল আলোয় মেখে
একরাশ শিশির এর টুপজলে তোমার ঘুম ভাঙাবো একদিন।
তখন তোমার বয়স কত হবে?
ষাট?
দুপুর
ঝিরঝির দখিনা বাতাস বয়ে যায় আমলকী বনে।
কোনদিন কোন বৈশাখী দুপুরে আমাদের দেখা হয়নাই।
তোমার চুলের ভাঁজে লুকিয়ে থাকে হারানো সময়।
আমাদের দেখা হবে একদিন,
সোনালী দুপুর!
সন্ধ্যা
ধূপ দেয়া সারা হলে
প্রার্থনার পরম নিবেদনে তোমাকে খুঁজে পাবো একদিন বনলতা সেনের মত।
কোন এক সন্ধ্যায় কালীশংকর গুহ রোডের মোড়ে।
তুমি শুধু বাতাবীলেবুর গন্ধটা ধরে রেখো ততদিন!
রাত
তোমার পাঠানো চিঠিরা খামে ভরে থাকে
যেনো এক একটা শরতের মেঘ।
যখনি তোমার দেয়া চিঠি পড়বো বলে একলা হই।
দু'চোখে অন্ধকার নেমে আসে।
তোমার লেখা কথামালা
কোনটা পাতা
কোনটা ফুল
কোনটা পাখি হয়ে যায়।
আর আমি অন্ধ হয়ে যাই প্রতিটা রাতে !
ছবির লিংক:
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।