"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"
খুঁজে ফিরি
মুছবে যদি মুছেই ফেলো
মন থেকে আজ ভালবাসা,
অবহেলায় শুকিয়ে গেছে
সবুজ হবার সকল আশা।
যত্নে ছিলাম তোমার মনে
ভাবটা ছিল সতেজ সবুজ,
বুঝিনি তখন মুছবে সবই
ভালবাসা যে এমন অবুঝ!
মন বাগানে ফুটলো যেদিন
একটি গোলাপ সংগোপনে,
পাপড়িজুড়ে প্রেম ছিল তার
সুবাস ছিল তোমারই মনে।
সেই সুবাসে বিভোর আমি
পথ হারিয়ে খুঁজছি তোমায়,
পালিয়ে গেলে একলা ফেলে
জানিনা সে কোন অজানায়!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।