পরিবর্তনের জন্য লেখালেখি
এক মুঠো ভালোবাসার খোঁজে
ঘুরি কত পথ প্রান্তর,
উজান বেয়ে যাই দুইশ' ছয়টা নদী।
মিনতি করি কচি দুর্বার কাছে
এক চিলতে সোনালী রোদের মতো
উষঞ পেলব ভালোবাসায় ওরাও তো রঙিন হয়!
শরতের নীল আকাশ কিংবা শুভ্র কাশফুলের মতো
উদার আর নিবিড় বিশ্বাস খুঁজে ফিরি।
বুকের জমিনে মৃদু মমতার বিন্দু ,
রিক্ত , শূন্য হাতে
খুঁজি কিছু ভালবাসার ফুল-
সজীব আর চিরঅক্ষয়
খুঁজে ফিরি আমি হাজার প্রানে!!
ঢাকা
1993
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।