আহসান জামান
খুঁজে নিও এইসব হাওয়ার ভিতর, শব্দের সিঁড়ি খুলে, খুলে
পায়ে হাঁটাপথে, ক্লান্তিভর চোখের নীচে কালোরেখার দাগে।
আকাশে মেঘবনে বিজলীর আলোয় দেখে নিও আরএকটু আগামীপথ;
ঘনকুয়াশায় আমবনে পোঁড়া মুকুলের হাহাকার সুর ভেসে এলে
হাতছানি ডাকে, কে আসে কাছে; বেদনার বাঁধ ভাঙা ঢলে,
শ্রাবণদিনের গান আর পুরানো পুলপারে
সেইসব দিনের হৈ চৈ শেষে; নীরবতায় মোড়ানো দুপুর।
আমাদের সবকিছু ধুঁয়েমুছে, নদী তার পথে আনমনে হাঁটে
ক্ষুধার অনলচোখে সবকিছু গিলে খায়, একদা সাজানো বাগান
আর এইসব পৃথুলার সোনালী-সকাল।
তারপর, একদিন খুঁজে নিও; ভূ-ত্বকের গভীরতলদেশে, খুঁড়ে খুঁড়ে
তুলে আনা ফসিলের গায়ে গাঁথা বেদনার কোমল দাগ আর
দু'চোখ জলে, ভিজে ভিজে মনে পড়ে, ধুর বোকা, কবেকার কথা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।