আমাদের কথা খুঁজে নিন

   

মসজিদে মাঝে মাঝে কিছু মানুষের জুতা চুরি হয়। তাই বলে কি মসজিদে নামায পড়া ছেড়ে দিতে হবে ??????

ঠিক তেমনি পবিত্র শবে বরাতের রাতে কিছু বিভ্রান্ত লোক আতশ বাজি পোড়ায়, তারাবাতি জ্বালায়, পটকা ফুটায় । তাই বলে কি এই বিশেষ রাতে ইবাদত বন্ধ করে দিতে হবে????????? ইসলামের বিশেষ বিশেষ দিন আসলেই ইবলিশ শয়তানের কিছু চ্যালা প্যালার গায়ে আগুণ ধরে যায়। তারা ইসলামের বিশেষ বিশেষ বরকতময় ইবাদতের দিন/রাত নিয়ে কুৎসা রটনা করে। শুরু করে । তারা চায় কিভাবে মুসলমানদের ইবাদত থেকে বিরত রাখা যায় !!!!!!!!!! ইবলিশ শয়তানের চ্যালা প্যালা কাফেররা কিন্তু বাবা দিবস , ভালবাসা দিবস , পহেলা বৈশাখ , নেতা-নেত্রীর জন্মদিন নিয়ে কিছু বলে না !!! তখন বলে না যে কোরআনে এগুলার কোন উল্লেখ নাই । তখন কিন্তু তারা বলে না যে সহি হাদিসে এগুলার কোন উল্লেখ নাই। তাদের যত ঘেঊ ঘেঊ শুরু হয় ইসলাম পালন করা নিয়ে । আর একটা কোরআনে সূরার মাঝে ২ টা আয়াতে এরকম উল্লেখ আছে যার ভাবার্থ , "যে এক বিন্দু পরিমাণ নেক কাজ করল সে তার বদলা পাবে । আর যে এক বিন্দু পরিমাণ পাপ কাজ করল সে তার বদলা পাবে ।" তাহলে কেন আজকে সাধারণ মানুষের সারারাত জেগে ইবাদত করা নিয়ে হাসি ঠাট্টা করা হয় ?????????????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.