সুবহা’ন-আল্লাহ! আলহা’মদুলিল্লাহ!! লা ইলাহা ইল্লাল্লাহ!!! আল্লাহু আকবার!!!!
আচ্ছালামুআলাইকুম।
মসজিদে যেই কাজগুলো করা যাবেনাঃ
১) গাড়ি এমনভাবে পার্কিং করা যাবেনা যাতে অন্যদের পার্কিং-এ সমস্যা হয়।
২) জুতা যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রাখা যাবেনা, জুতা নির্দিষ্ট স্থানেই রাখতে হবে।
৩) খুতবার সময় কোনো কথা বলা যাবেনা, সম্পূর্ণ হারাম। এমনকি কাউকে সালাম দেয়া বা কাউকে চুপ করতেও বলা যাবেনা (তবে কেউ বেশি কথা বললে তাকে ইশারায় না করতে হবে)।
৪) নামাযের জন্য উপযুক্ত নয় এমন পোশাক পড়া যাবেনা। যেমন প্রাণীর বা অশ্লীল ছবি বা কথা সহ কাপড়, রুকু সিজদা করতে কষ্ট হয় এমন টাইট কাপড়, আওরাহ উম্নুক্ত হয়ে যায় এমন কাপড় ইত্যাদি।
৫) খুতবা বা নামাযের জন্য অপেক্ষা করার সময় অসৌজন্যমূলকভাবে বা মসজিদের জন্য উপযুক্ত নয় এমনভাবে বসা বা শুয়ে থাকা।
৬) অন্যরা যখন নামায পড়ছে বা যিকির করছে তখন জোরে কথা বলে বা হাসি ঠাট্টা করে বা গল্প-গুজব করে তার ইবাদতের মনোযোগ নষ্ট করা (এটা খুবই খারাপ একটা কাজ)।
৭) অন্যরা যখন নামায পড়ছে তখন বেশি নাড়াচাড়া করে মনোযোগ নষ্ট করা।
৮) নামাযে জামাতে কাতারে দাঁড়ানো অবস্থায় রুকু বা সিজদার সময় হাত পা ছড়িয়ে অন্যদের কষ্ট দেওয়া।
৯) শরীর বা কাপড়ে দুর্গন্ধ নিয়ে এসে অন্যদের কষ্ট দেওয়া। এই জন্য সুগন্ধি ব্যববার করা সুন্নত।
১০) মসজিদে কোনো জায়গাকে নিজের জন্য নির্দিষ্ট করে নেওয়া, সব সময় ঐ জায়গায় নামায পড়া, অন্যকে সরে জায়গা করে দেওয়ার জন্য বলা।
১১) সবসময় দেরী করা আসা, আর দেরীতে এসে অন্যের সামনের জায়গা তার জন্য ছেড়ে না দিয়ে তাড়াহুড়া করে তা দখল করে ফেলা।
১২) জুতা চুরি করা বা অন্যের সাথে চেঞ্জ করে নেয়া।
১৩) কাউকে অতি নেককার বা কাউকে পাপী বলে খুব দ্রুত সিদ্ধান্তে চলে আসা।
১৪) কোনো মুসলিম খাবার নিয়ে আসলে তাকে হালাল কিনা সে সম্পর্কে প্রশ্নবাণে জর্জরিত করা।
১৫) বিশেষ করে নারীরা (অবশ্য অনেক পুরুষেরাও কম করেনা) মসজিদে ঘরের মতো আড্ডা ও গল্পে মেতে উঠা।
১৬) মসজিদকে ঘটকালীর জায়গা হিসেবে নেওয়া।
১৭) নারীদের জন্য এমন আকর্ষণীয় বা টাইট পোশাক পড়ে মসজিদে যাওয়া যাতে করে পুরুষের জন্য ফেতনার কারণ হতে পারে।
ধন্যবাদ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।