আমাদের কথা খুঁজে নিন

   

কেনেডি পরিবারে আরেকটি মৃত্যু

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ঐতিহ্যবাহী কেনেডি পরিবারে একের পর এক সদস্যের মৃত্যুর পর সর্বশেষ মৃত্যু হল রবার্ট এফ কেনেডি (জুনিয়র) স্ত্রী মেরি রিচার্ডসন কেনেডির। নিউ ইয়র্ক শহরতলীর নিজ বাড়িতে বুধবার তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার মৃত্যুর কারণ জানা যায়নি। তবে ৫২ বছর বয়স্ক মেরি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর বেরিয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে। রবার্ট এফ কেনেডি (জুনিয়র) সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাইপো এবং সিনেটর রবার্ট এফ কেনেডির ছেলে।

১৯৬০ এর দশকে জন এফ কেনেডি এবং রবার্ট এফ কেনেডি দুজনই খুন হন। পরবর্তীতে কেনেডি পরিবারের আরো সদস্যের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এবার এ তালিকায় যোগ হল আরেকটি মৃত্যু। মেরি ও রবার্ট এফ কেনেডি দম্পতির চার সন্তান রয়েছে। ২০১০ সালে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়।

মেরির মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে কেনেডি পরিবার। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.