আমাদের কথা খুঁজে নিন

   

বড্ড মায়া

পাথরের গায়ে বাতাস অসাড় অনুভবে পাথর জুড়ায়। দিগন্তে শূন্যে একটি পাথর হাওয়াকে ভেদ করে উড়তে উড়তে ক্রমশ নিচেই নেমে আসে। একেই বলে টান ! মানুষের দূরত্ব বিভাজন মানুষের মনের মাঝে অদ্ভুত অসীম, টানের ছেদ এঁকে দিয়ে যায়। মানুষ দূর হতে হতেও কয়েকটি মায়ার মোড়কে জড়িয়ে যায়। কয়েকটি রঙিন পেন্সিল-- ক্ষয়ে ক্ষয়ে এঁকে গিয়েছে কিছু অস্পষ্ট ছবি। পেন্সিলের ক্ষয়ে ক্ষয়ে যাওয়া নিয়ে কেউ দুঃখ প্রকাশ করেনি। যত টা না করেছিল ছবিটা সুন্দর হয়নি বলে। বড্ড মায়া হয় বড্ড টান পড়ে, বড্ড হাঁসাতে ইচ্ছে করে বড্ড এখনো তোমাকে অনেক কিছুর মাঝে সম্বল করে আমার আধখানা জীবনটা কাটিয়ে দিতে ইচ্ছে করে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।