আমাদের কথা খুঁজে নিন

   

বড্ড ভালবাসি

এলোমেলো ভাবনা সারাক্ষণ মনকে আচ্ছন্ন করে রাখে ১ বাঁশ বাগানের মাথার উপর চাঁদ ছিল চাঁদ ছিল তাই মিষ্টি মেয়ের মনে কিছু রং ছিল রং ছিল তাই ফুল বাগানে হরেক রকম ফুল ছিল ফুল ছিল তাই সেই মেয়েটির অল্প-স্বল্প ভাব ছিল। ২ সেই মেয়েটি ঘুমিয়ে আছে সোনার পালংকে বাতাস পরী বাতাস দিচ্ছে অল্প নেড়ে নেড়ে। জোনাকীরা আলো জ্বেলে দিচ্ছে কেবল পাহাড়া ঠিক তখনই জেগে ওঠে মরুভূমি সাহারা। ৩ ঘুম ভাঙ্গানী পরীরাসব আকাশ হতে নেমে সোনার কাঠি মাথায় দিয়ে রূপার কাঠি পায়ে ঘুম ভাঙ্গিয়ে দিল পরী মিষ্টি গান গেয়ে। ৪ হঠাৎ একটি প্রজাপতি রঙ্গিন ডানা মেলে বলে মেয়েটির কানে তোমার তরে আসছে ধেয়ে সুন্দর একটি ছেলে ।

৫ চাঁদ হাসে তাই ফুল হাসে ঘুম ফেলে সব পাখি আসে কণ্ঠে ধরে গান পান পরীরা নিয়ে আসে মিষ্টি খিলি পান। ৬ ফুল পরীরা ঢুকলো ঘরে নিয়ে কতক ফুল সাজিয়ে দিল ফুলে ফুলে ভাঙ্গিয়ে দিয়ে ভুল। ৭ সেই ছেলেটি অবশেষে কাছাকাছি আসি একটি কথা বলে শুধু ’’বড্ড ভালবাসি তোমায় বড্ড ভালবাসি’’। ৮ চোখ মেলে সেই মেয়েটি বলে লাজুক হেসে ’’দিলটি তোমার খাসা তোমার তরে জমিয়ে রেখেছি সকল ভালবাসা। ( আজ বিশ্ব ভালবাসা দিবসে সকল সম্মানীয় সহব্লগারদের উদ্দেশ্যে এই কবিতাটি উৎসর্গ করলাম।

অফিসে বসে মাত্র ১০ মিনিটে যা মনে হয়েছে তাই লিখে পোস্ট করেছি। জানি কবিতার ’’ক’’ হয় নাই। তারপরও কেন যেন আজ লিখতেই ইচ্ছে হলো) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।