আমাদের কথা খুঁজে নিন

   

বড্ড মায়া

*~*জীবনে যত কম প্রত্যাশা থাকবে ... .. . তত বেশী ভালো থাকা যাবে*~*

বেশী মায়া মানুষকে বড্ড কষ্ট দেয়। গতকাল অফিসের এক সিনিয়র ভাইয়া উনার দুবাই ভালো এক ব্যাংকে চাকুরী হওয়াতে বিদায় নিয়েছেন। ভাইয়াটা প্রায় ৭ বছর অফিসের জন্য শ্রম দিয়েছেন। যখন উনি বিদায় নিলেন তখন বুঝলাম অফিসের,কলিগের,কাজের জন্য কত মায়া পড়ে গেছে। অফিসের সবচেয়ে প্রাণবন্ত মানুষ ছিলেন উনি।

যে কোন অনুষ্ঠানের প্রারম্ভে উনার বক্তব্য থাকতো। মজার ব্যাপার হলো উনার ফেয়ার-ওয়েলে ও ভাইয়া নিজেই বক্তব্য দিয়ে বিদায় নিলেন। সবার এতো প্রিয় ছিলো যে কেউ কিছু বলতেই পারলো না। তাই বাধ্য হয়ে উনি নিজেই..................................। আজ সকাল ১০টায় ভাইয়ার ফ্লাইট ছিলো।

সারা অফিস ঢিমে তালে কাজ করছে। প্রিয় কলিগের বিদায়ে সবার মন খারাপ। দোয়া করি,উনি যেন সব সময় ভালো এবং সব জায়গায় সবার প্রিয় মানুষ হয়ে থাকেন। ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।