স্বত্ত সংরক্ষিত
কিচ্ছু বুঝিনা আমি।
চাইনা বুঝতে কিছু।
শুকতারাটাকে এনে দাও
হাতের মুঠোয়।
ও কে ঝুলিয়ে রাখবো ঘরের সিলিঙে।
রঙধনু সিঁড়ি চাই,
সিঁড়ি ভেঙে ভেঙে
পৌঁছে যাবো আকাশের ওপারে আকাশে।
সপ্তর্ষির সাথে গোলটেবিল বৈঠক?
কোনই আপত্তি নেই তাতে।
ওই তো কালপুরুষ,
চুপিচুপি বলে রাখি,
ও'র বর্শাটার ওপর বড্ড লোভ।
হবে কি সুযোগ আজ,
করবো কি চুরি?
ও কি!ও কি!
ভগবান যে আড়চোখে চেয়ে!
রেখে দিন মশাই,
আপনার ওই বৃদ্ধ ভ্রুকুটিকে ভয় পাই নাকি আমি?
মহাকাশ মহাকাল
করে নেবো বগলদাবা,
আপনি বসে হিসেব কষতে থাকুন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।