বড্ড কষ্ট হয় নাহিদা নামের মেয়েটির জন্য। যে আজ সকল বাঁধা ভেঙ্গে অজানার পথে পারি দিয়েছে। কষ্ট হয় নিজে মেডিকেল স্টুডেন্ট হয়েও কোন সাহায্য করতে পারলাম না। কি করে পারব ?নিজেই যে কষ্টের বাঁধনে বাধা।
নাহিদা আর আম্নার কেম্পেইন এক সাথে শুরু হয়েছিল।
বড্ড কষ্ট হয় যখন দেখি নাহিদা নেই । আম্নু বেঁচে আছে কিন্তু জানি না শেষ রক্ষা করতে পারব কি না। আমি আমার চেষ্টার সবটুকু করছি কিন্তু জানি না আল্লাহ সহায় হবেন কি না।
গত ২১ তারিখে ইন্ডিয়া থেকে আসলাম। ডাক্তার ডায়ালাইসিস শুরু করে দিয়েছে।
এখন সপ্তাহে ২ দিন ডায়ালাইসিস করতে হবে। কিয়ে কষ্ট লাগে যখন দেখি মা আমার কষ্টে ছটফট করছে। মনে মনে বলি আল্লাহ আমাকে কষ্ট দেও তবুও মা কে নয়। আমার জনম দুখি মা এমনিতেই অনেক কষ্ট করেছে। আর কষ্ট নয়।
কিডনি ডোনেট করার জন্য কোলকাতা এপোলো তে আমি আমার প্রায় সব টেষ্ট করিয়ে ফেলছি। সব গুলোর রেজাল্ট +। শুধু রেনাল এনজিওগ্রামটা বাকি। ডাঃ বলেছে এটাও + হবে। খুব সম্ভবত আগামি মাসের প্রথম সপ্তাহেই আপারেশন করতে হবে।
কিন্তু চিন্তা একটাই আম্নুর একাউন্টে এখন জমা ১০,১১০০০ টাকা। এটাই এখন দুশ্চিন্তার কারন। কারন আমার দরকার ছিল ১২,০০০০০।
যাই হোক আম্নুর জন্য সবাই দোয়া করবেন। উনি যেন নাহিদার মত আমাদের ছেড়ে না চলে যান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।