আমাদের কথা খুঁজে নিন

   

বড্ড বিশ্রীরকম বেঁচে আছি


বাস স্টপে দু মিনিট দেখা কতদিন পর!নীলা,কতদিন! তুমি চলে যাবার পর আমি আর দিন গুনি না। রাতের অন্ধকারে ঘুম যখন নেমে আসে পৃথিবীতে নীল ডানা মেলে, আমি জেগে রই। জেগে থাকে আমার ঘরের পুবদিকের দেয়ালের টিকটিকিটি। ক্ষণে ক্ষণে ডেকে উঠে টিক টিক করে ঠিক ঘড়ির কাঁটার মত। আমি ডাকি না,আমার যে ডাকার কেউ নেই! ঘরের লাগোয়া বাগানে প্রতিদিন বিকেলবেলা বসে থাকি।

দখিনা হাওয়া ছুটে আসে, ফুলের গন্ধের সাথে লুটোপুটি খেলে, পরাজিত করে বন্দী রূপে নিয়ে যায় দূরে কোথাও। তাই আমি কোনো ফুলের গন্ধ পাই না। কতদিন!কতদিন, নীলা! তোমার বুকে শিশুর মত মুখ গুঁজে শিউলি ফুলের গন্ধ নেই না, আশ্রয় খুঁজি না! স্টেশনের শেষ ট্রেনটি যখন হুইসেল বাজিয়ে বিদায় নেয়, আমি ছুটে যাই না ট্রেন ধরতে। আমার যে কারো কাছে ফেরার নেই! শেষ গন্তব্যের কোথায়ও কেউ অপেক্ষায় নেই! কতদিন!আমি ছুটি না! কাউকে আঁকড়িয়ে ধরতে, কাউকে খুঁজে পেতে! কতদিন, নীলা! স্বপ্নহীন, স্বাদহীন, তুমিহীন এ জীবনে, আমি কি বেঁচে আছি! জানা ছিল না। বাস স্টপে দেখা হঠাৎ দু মিনিট ঝড়ো হাওয়ায় অতীতের পাতা উল্টিয়ে চাওয়া পাওয়ার সকল হিসেব কষে, আমায় জানিয়ে গেলো- আমি বেঁচে আছি।

তোমাকে ছাড়া বড্ড বিশ্রীরকম বেঁচে আছি! বাস স্টপে দু মিনিট দেখা কতদিন পর!নীলা,কতদিন! তুমি চলে যাবার পর আমি আর দিন গুনি না। রাতের অন্ধকারে ঘুম যখন নেমে আসে পৃথিবীতে নীল ডানা মেলে, আমি জেগে রই। জেগে থাকে আমার ঘরের পুবদিকের দেয়ালের টিকটিকিটি। ক্ষণে ক্ষণে ডেকে উঠে টিক টিক করে ঠিক ঘড়ির কাঁটার মত। আমি ডাকি না,আমার যে ডাকার কেউ নেই! ঘরের লাগোয়া বাগানে প্রতিদিন বিকেলবেলা বসে থাকি।

দখিনা হাওয়া ছুটে আসে, ফুলের গন্ধের সাথে লুটোপুটি খেলে, পরাজিত করে বন্দী রূপে নিয়ে যায় দূরে কোথাও। তাই আমি কোনো ফুলের গন্ধ পাই না। কতদিন!কতদিন, নীলা! তোমার বুকে শিশুর মত মুখ গুঁজে শিউলি ফুলের গন্ধ নেই না, আশ্রয় খুঁজি না! স্টেশনের শেষ ট্রেনটি যখন হুইসেল বাজিয়ে বিদায় নেয়, আমি ছুটে যাই না ট্রেন ধরতে। আমার যে কারো কাছে ফেরার নেই! শেষ গন্তব্যের কোথায়ও কেউ অপেক্ষায় নেই! কতদিন!আমি ছুটি না! কাউকে আঁকড়িয়ে ধরতে, কাউকে খুঁজে পেতে! কতদিন, নীলা! স্বপ্নহীন, স্বাদহীন, তুমিহীন এ জীবনে, আমি কি বেঁচে আছি! জানা ছিল না। বাস স্টপে দেখা হঠাৎ দু মিনিট ঝড়ো হাওয়ায় অতীতের পাতা উল্টিয়ে চাওয়া পাওয়ার সকল হিসেব কষে, আমায় জানিয়ে গেলো- আমি বেঁচে আছি।

তোমাকে ছাড়া বড্ড বিশ্রীরকম বেঁচে আছি!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।