আমাদের কথা খুঁজে নিন

   

আঁতেল চরিত :০১০

#### আঁতেল চরিত : ০১০ =============================== আন্তর্জাতিক গোষ্ঠীর ওপর দোষ চাপানো আমাদের ঐতিহ্যগত প্রাচীন প্রবণতা। ‘রসিয়ার মা কূয়ার পাড়ে পিছলে পড়েছে ’-- এমন খবরও শোনামাত্রই ‘নিশ্চয়ই এতে বর্হিবিশ্বের চক্রান্ত আছে..’ অনিয়ন্ত্রিতভাবে বেরিয়ে আসে আমাদের অনেকের কণ্ঠ বেয়ে। নিষ্পাপ শিশুকন্যা রসিয়ার পানি ফেলাকে কিম্বা রসিয়ার মায়ের সাবধানে পা না-ফেলাকে, পিছলে পড়ার কারণ হিসেবে ভাবতে চায় যারা, কিম্বা যারা নর্দমায় আবর্জনা জমিয়ে জমিয়ে নিজেদের পরিবেশ নোংরা করার মধ্যে আন্তর্জাতিক চক্রান্তের কোনো গন্ধ না-পেয়ে বরং নিজেদের দোষগুলোই খুঁজে পায়, বানোয়াট রটনায় যাদেরকে নাচানো যায় না কিম্বা যারা হুজুগে মাতাল হ’তে পারে না, তাদেরকে আমরা সরাসরি দুর্বোধ্য শব্দযোগে বাক্যাঘাত করতে ছাড়ি না। ‘শুধু নিজের পেশা নিয়েই তো সবসময় ব্যস্ত থাকেন, এসব আন্তর্জাতিক সূক্ষ্ম কারচুপি বুঝবার জন্য বাড়তি মেধা না-থাকলে আপনারা তা’ বুঝবেন না’, ‘সাম্রাজ্যবাদীরাই যে রসিয়ার মাকে পিছলে পড়তে বাধ্য করেছে, আপনাদের মতো বুর্জোয়া, পেটি-বুর্জোয়ারা কখনোই তা’ মানতে চাইবেন না’, ‘আপনারা তো শ্রেণিশত্রু’, --ইত্যাদি ধরণের মুখস্ত বাক্যগুলো যেন নিমেষে উগড়ানোর সুযোগের অপেক্ষায় আঁতেলদের কণ্ঠনালীতে গিজগিজ করতে থাকে। কারাই বা ঐ সাম্রাজ্যবাদী, আর ‘বুর্জোয়া’ শব্দটির অর্থই বা কী, সাধারণের মধ্য থেকে হঠাৎ কেউ যদি ঐ ওলামা বক্তার কাছ থেকেই তা’ জেনে নিতে চায় তো, বিব্রত মহাপণ্ডিত আমাদের বক্তারা তার দিকে তাচ্ছিল্যভরে এমনভাবেই তাকায়, যেন অমন গণ্ডমূর্খ অজ্ঞ কোনো প্রাণী এর আগে কখনো তাদের চোখে পড়েনি। করণিক : আখতার২৩৯ রঙ্গপুর : ০৮/০৫/২০১৩খ্রি:

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।