আমাদের কথা খুঁজে নিন

   

আঁতেল



খুব উঁচু হয়ে থাকে, কিংবা শ্রাগ করা কাঁধ উঠে নামে খারিজের বাতিক থাকে খুব অনাবশ্যক মুখ ভারি কিংবা হাসিহীন মুখ নানা ভঙ্গি প্রধানত শামুক প্রকৃতি দেখলেই বুঝা যাবে রবীন্দ্র থেকে শামসুর এসব কিচ্ছু নয় এমন মনোভঙ্গি দারিদা,সাঁত্রে,মালার্মে কিংবা কিওর্কে পিকাসো,মাইকেলেঞ্জেলো,গঘ কি মাতিস আওড়াচ্ছে সর্বদা, এরকম হলেই- খুব অনায়াসে তাকে চেনা যাবে তাকে চেনা যাবে অনেক ভিড়ের মধ্যে ক্লাউনের মতো কিংবা টকটকে লাল পতাকার মতো নির্ভেজাল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।