explore is advanture
যখন ভাষার মাস আসে,তখন আমাদের আতঁল সমাজের সদেস্যরা টকশোতে অনেক কথা খরচ করেন। তারা অনেক তুচ্ছ বিষয় নিয়ে কন্না করেন। চেয়ারকে কেদারা না বলার জন্য তারা আপসোস করেন। কিন্তু তারা জানেন না কেদারা শব্দটা ফরাসি শব্দ। আবার বাংলা নাটকে গ্রামের ভাষা ব্যবহারকে তারা ভাষা বিক্রিতি মনে করেন।
কিন্তু অনেক জরুরি বিষয় আছে যে বিষয়ে খুব বেশী অগ্রগতি দেখি না। কোন যায়াগাতে যদি file (doc,docx,pdf or etc) নিয়ে যাওয়া হয় তাহলে টেনশনে থাকতে হয়,লেখা ডিসপ্লে করবে তো?ওখানে Unicode নাকি aski code সাপোর্ট করে। ফ্লোডারের নাম বাংলায় দিলে তা এতোই ছোট যে তা বুঝতে আতোস কাঁচের দরকার হয়।
২টা বিচারে বাংলা ভাষা পৃথিবির সেরা ১০টা ভাষার একটা। কিন্তু আমরা আর্ন্তজাতিক অঙ্গনে এর গুরত্ব দেখি না।
বাংলা। যেখানে প্রতিটা পণ্যে বিভিন্ন ভায়ায় মেনুয়াল হয়,এমকি থাই ভাষাতে। বাংলা একাডিমির ওয়েব সইটে গেলে,updated তথ্য পাওয়া যায়। আরেক দল আছে যারা বাংলার থেকে হিন্দিতে করে। ,.ইংলিস স্তাটাইলে বাংলা বলে।
,{{[(ঢাকাতে) কিছু উপস্থাপিকা}].,,তারা উভয়ই বিশিষ্ট হস্যকর। ,। । । .আমরা যারা ক্রিকেট খেলা দেখি,,,,,,,,.বাংলাদেশের পরে সাধারনত হয় ভারত না হয় পকিস্তান,.দেখুন আমাদের মাঝে ভিন্ন আবেগ,.অনুভুতির সৃষ্টি বাংলাদেশে কোন ম্যাসে জয় পায়।
.সেটা অবশ্যই ঐ ২টো দেশের বেশী আনন্দ। পাই.
সমস্যার করনে দাড়িঁ দিতে পারলাম না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।