আমাদের কথা খুঁজে নিন

   

কিছু আঁতেল ব্লগার ও একটি হাস্যকর সামু

সাধারন ব্লগার প্রথমেই বলব , আমি সামু তে এসেছি বেশি দিন হয় নি । সামু তে আসার প্রথম দিন থেকেই জ্ঞানী ব্লগার , স্মার্ট ব্লগার , আস্তিক ব্লগার , নাস্তিক ব্লগার , দেশ প্রেমিক ব্লগার , ভাদা-পাদা(ব্লগিও ভাষায় ) ব্লগার ইত্যাদি ইত্যাদি অনেক ভাইয়া , আপুর পোস্ট দেখছি । কখনো কখনো অনেক নতুন নতুন জিনিষ জানতে পেরেছি । আবার কারো কারো পোস্ট ও কমেন্ট দেখে মেজাজ খারাপ হয়েছে । একটি দুঃখকর ব্যাপার, আমি গত কাল সামুর পোস্ট দেখছিলাম ।

তখন আমার এক বন্ধু আসলো । সে বলল , কিরে তুই এই আঁতেলদের কারখানায় কি করিস ? কথাটা শুনে খুবই খারাপ লাগলো । কিছু আঁতেলদের জন্য অনেকেই পুরা সামু কেই অনেকে আঁতেলের কারখানা মনে করে। অনেকেই আমাকেই উল্টা আঁতেল বলবেন । কেউ কেউ গালিও দিবেন ।

এইটা হল সামুর সব চেয়ে দুষিত সংস্কৃতি । কথায় না পারলে , গালি শুরু । সামুর সব চেয়ে গালাগালি মুলক বিষয় হল আস্তিক-নাস্তিক , বাংলাদেশ-ভারত-পাকিস্তান । আস্তিক-নাস্তিক এর কথায় আসি। বাক স্বাধীনতা সবার আছে ।

এই স্বাধীনতা থাকার কারনে আমাদের আস্তিক , নাস্তিক ভাইয়ারা অনেক পোস্ট দেন । কেউ পোস্ট দিলে সমস্যা নেই । কিন্তু যখনই পোস্ট এর কমেন্ট দেখি , তখনই মেজাজ গরম হয় । গালাগালি , আরো কত কি । আমি বলতে চাই , সবার নিজের বিশ্বাস নিজের কাছে ।

আপনি জানেন এই ধরনের পোস্ট দিলে ব্লগের পরিবেশ দুষিত হবে । এই বিষয় গুলো তে পোস্ট দেয়ার দরকার টা কি? যদিও সবারই কথা বলার অধিকার আছে । কিন্তু আপনার বিশ্বাস , অবিশ্বাস আপনার নিজের মধ্যেই রাখুন না। । এত জাহির করার তো কিছু নেই ।

এবার আসি So called ধার্মিক ভাইয়াদের কথায় । কয়েক দিন আগে , হিন্দু এক ভাইয়া সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে একটা পোস্ট দিয়েছিল । কিছু so called ধার্মিক ভাইয়া গালাগালি শুরু করে দিল । ওই ভাইয়া দের বলতে চাই , কোন হিন্দু ভাইয়া যদি , তাঁর ধর্ম সম্পর্কে কিছু লিখে তাতে আপনাদের সমস্যা কি? আমরা অনেকেই আল্লাহ কে মনে প্রাণে বিশ্বাস করি । কই কেউ তো গালাগালি করলো না ।

আপনি করলেন কেন? আপনি আল্লাহ র প্রকৃত বান্দা , আর আমরা সবাই খেজুরে মুসলমান , এটা প্রমান করতে চান? ভাই আপনারা হলেন ধার্মিক হয়েই থাকেন , তাহলে নিজের ধর্ম নিয়ে থাকেন । অন্য কারো ব্যাপারে নাক না গলানোটাই ভালো । এবার ভারত - পাকিস্তান প্রসঙ্গ । এই খানে তো আঁতেল দের সংখ্যা বেশি । আমি নিজেই ভারত- পাকিস্তান কে দেখতে পারি না ।

ওদের কথা শুনলে অসহ্য লাগে । কেউ দেশকে ছোট করে ভারত - পাকিস্তানের দালালি করলে , তাকে আমরা এক সাথে গালি দিবো , অথবা এড়িয়ে চলব , কারন তাদের মানসিক সমস্যা আছে । কিন্তু এই ক্ষেত্রেও আঁতেলের অভাব নেই । আজ আন্না হাজারের সফলতা নিয়ে একটা পোস্ট দেয়ার ইচ্ছা ছিল । ওদের সুস্থ রাজনীতি , আমাদের অসুস্থ রাজনীতি ।

এই ব্যাপারে । কিন্তু কিছু আঁতেল না বুঝেই আমাকে গালি দিবে , ভাদা বলবে , আমার চোদ্দ গোষ্ঠী এক করবে । এই জন্য দেই নি । আবার ২ দিন আগে এক ভাইয়া একটা পোস্ট দিয়েছিল , যেখানে লিখেছেন আফ্রিদি কাউন্টি তে ভালো খেলেছে , ইত্যাদি । স্বভাবগত ভাবে সেখানে আমাদের আঁতেল লোক দেখান দেশ প্রেমিকরা হাজির ।

তাকে বলছে পাকিস্তান কে এত ভালবাশে কেন । মানে এক কথায় পাদা। ওই ভাইয়া কি পাকিস্তানকে ভালবাসে এমন কিছু লিখেছে? তাহলে আপনাদের এত চুলকানি কেন?? আরও অনেক কিছু ই লিখার আছে । কিন্তু লিখে লাভ নেই । আমি সামুর আঁতেল ভাইয়া দের বলতে চাই , কথা বলার স্বাধীনতা সবার আছে ।

কিন্তু আতলামির স্বাধীনতা কারো নেই । সব জায়গায় আতলামি করলেও , সামু তে করবেন না । সামুর নাম খারাপ করবেন না... ( বিঃ দ্রঃ আমার লেখায় কোন ভুল বা ত্রুটি থাকলে ক্ষমা করবেন । পুরো পোস্ট টাই Emotion থেকে লেখা ) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।