আমাদের কথা খুঁজে নিন

   

প্রাগৈতিহাসিক বাংলা: সঙ্গীতের উন্মেষ।

বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্‌উক, হে ভগবান। রবীন্দ্রনাথ

মানবজাতির লিখিত ইতিহাসের পূর্বেই সঙ্গীতের উন্মেষ হয়েছিল বিধায় সঙ্গীতের উদ্ভবের প্রকৃত কারণ আজও ধোঁয়াচ্ছান্ন। তবে কারও কারও মতে প্রাকৃতিক শব্দ ও ছন্দই এর উদ্ভবের মূল কারণ। এই প্রাকৃতিক শব্দ ও ছন্দের আঙ্গিক, পুনরাবৃত্তি ও স্বর-এসবই সঙ্গীতে প্রতিফলিত হয়ে থাকবে।

আজও কোনও কোনও সংস্কৃতিতে সঙ্গীতের ক্ষেত্রে প্রাকৃতিক শব্দ ও ছন্দকে অনুসরণ করতে দেখা যায়। কখনও ওঝাদের নৃত্যগীতে ...সঙ্গীত খেলাধুলার অনুসঙ্গ হিসেবেও সঙ্গীতের বিকাশ হয়ে থাকবে। শিকারের সময় শিকার বস্তর অনুকরণে ডাকা হত। আদিম মানুষ এসবও নিশ্চয়ই লক্ষ্য করেছে। তা ছাড়া, পাখির গান তো আছেই; বাঁদরও ফাঁপা কাঠে ঢোল বাজায়।

এই কাজে সৃজনশীলতা মোটেও নেই -তা বলা যাবে না। প্রকৃতিকে সব সময়ই এক রকম call and response-এর ব্যাপার চলেছে। তবে মনে হয় সর্বপ্রথম সঙ্গীতযন্ত্রটি ছিল মানুষ্যকন্ঠ। গলা দিয়ে কী না করা যায়-গান গাওয়া, গুনগুন করা, শিস দেওয়া এমন কী হাই তোলা, কাশা ... সবচে পুরনো নিয়ানডারথাল ফসিল ৬০ হাজার বছরের পুরনো। আর সবচে পুরনো হাড়ের বাঁশী ১০ হাজার বছরের পুরনো।

তবে সঙ্গীতযন্ত্র আরও পুরনো হতে পারে। হাত তালিই সবচে পুরনো ছন্দ বা তালযন্ত্র বলেই অনুমিত হয়। পাথরে পাথর ঘঁষলে বা অন্য কিছু ঘঁষলেও এক ধরনের তাল ও ছন্দের সৃষ্টি হয়। আদিম মানুষ এসবও নিশ্চয়ই লক্ষ্য করেছে। তবে পুরোপুলীয় বা ঢ়ধষবড়ষরঃযরপ যুগের সংগীত যন্ত্রের কথাও ভাবা হয়।

তবে কোনটা সঙ্গীতযন্ত্র আর কোনটা নয়- সে ব্যাপারে বির্তক এখনও চলছে। Examples of paleolithic objects which are considered unambiguously musical are bone flutes or pipes; paleolithic finds which are open to interpretation are pierced phalanges (usually interpreted as 'phalangeal whistles'), objects interpreted as bullroarers, and rasps. পুরোপুলীয় যুগের ওল্ডওয়ানা পর্যায়ের পূর্বেও সঙ্গীতের অস্তিত্ব লক্ষ করা যায়। ... the anthropological and archeological designation suggests that music first arose (amongst humans) when stone tools first began to be used by hominids. The noises produced by work such as pounding seed and roots into meal is a likely source of rhythm created by early humans...Prehistoric music varies greatly in style, function, general relation to culture, and complexity. The Timbila music of the Chopi is considered one of the most complex preliterate musics. কিন্তু, প্রাগৈতিহাসিক বাংলায় সঙ্গীতের উন্মেষ কখন হয়েছিল? নিঃসন্দেহে প্রাগৈতিহাসিক বাংলার সঙ্গীতের জন্ম হয়েছিল আদি-অস্ত্রালদের হাতে। (অন্যান্য পর্ব দেখুন) আদি অস্ত্রালরা প্রায় ১ লক্ষ বছর আগে এশিয়ার নানা প্রান্তে ছড়িয়ে পড়েছিল। ভারতবর্ষ থেকে প্রশান্ত মহাসাগরের ইষ্টার দ্বীপ অবধি ছিল তাদের বিস্তার।

কৃষির আবিস্কার হয়েছে আজ থেকে বার হাজার বছর আগে। (লিঙ্ক) আদি অস্ত্রালরা প্রাগৈতিহাসিক বাংলায় বসতি গেড়েছে, কৃষির পত্তন ঘটিয়েছে-এসব অনুমান করাই যায়। আগেই বলেছি, সবচে পুরনো হাড়ের বাঁশী ১০ হাজার বছরের পুরনো। নিশ্চয়ই আদি অস্ত্রালরা সাংস্কৃতিক আচরণে ব্যাতিক্রম ছিল না। তারাও প্রাথমিক সঙ্গীত চর্চার জন্য হাড়ে বাঁশী তৈরি করেছিল নিশ্চয়ই।

আগের একটি পর্বে উল্লেখ করেছি- আদি-অস্ত্রাল পুরুষেরা দলবেঁধে শিকার করত। শিকারের সময় বন্য পশুপাখির অনুকরণে ডাকাডাকি করতে হয়। সেই প্রাগৈতিহাসিক বাংলার আদিম আদি-অস্ত্রাল মানুষেরা নিশ্চয়ই লক্ষ্য করেছে। অধিকন্তু, প্রাকৃতিক শব্দ ও ছন্দই সঙ্গীতের উদ্ভবের মূল কারণ বলে মেনে নিলে এই প্রাকৃতিক শব্দ ও ছন্দের আঙ্গিক, পুনরাবৃত্তি ও স্বর আদি-অস্ত্রালদের সঙ্গীতে প্রতিফলিত হয়ে থাকবে। আজও কোনও কোনও সংস্কৃতিতে সঙ্গীতের ক্ষেত্রে প্রাকৃতিক শব্দ ও ছন্দকে অনুসরণ করতে দেখা যায়।

হয়তো আদি-অস্ত্রাল ওঝাদের নৃত্যগীতের মাধ্যমে, অবশ্য আরও পরে, প্রাগৈতিহাসিক বাংলায় সঙ্গীতের বিকাশ হয়েছিল। তারপরে খেলাধুলার মাধ্যমে এর বিকাশ হয়েছিল। পাখির গান তো আছেই; বাঁদরও ফাঁপা কাঠে ঢোল বাজায়। এই কাজে সৃজনশীলতা যে মোটেও নেই তা বলা যাবে না। এক রকম call and response -এর ব্যাপার চলে।

সেটাই সঙ্গীতের প্রাথমিক ধরন হতে পারে। সেই প্রাগৈতিহাসিক বাংলার আদিম আদি-অস্ত্রাল মানুষেরা সেসব নিশ্চয়ই লক্ষ্য করেছে। প্রাগৈতিহাসিক বাংলায় সঙ্গীতের উন্মেষ ঠিক কখন হয়েছিল তা জানা না গেলেও সঙ্গীতের অভিষেকের কৃতিত্ব আদি-অস্ত্রালদেরই। লিঙ্ক: http://en.wikipedia.org/wiki/Prehistoric_music Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.