আমাদের কথা খুঁজে নিন

   

প্রাগৈতিহাসিক

সকল প্রশংসা মডারেটরদের

মন খারাপ করে বসে আছে প্রাগৈতিহাসিক আজ সারাদিন কেটেছে অসম্ভবরকম বাজে, ভালোলাগা মুহূর্তগুলো কেন যেন অদ্ভুত কষ্টের কারন হয়ে দাড়াচ্ছে। কিছুক্ষন পর সূর্যটা অন্ধকার করে নিয়ে আসবে পৃথিবী কে, সন্ধ্যার অবসরে, হুট করে মহাকাল এসে হাজির খুব মিষ্টি করে, মাথায় হাত বুলিয়ে প্রশ্ন করে- " কি ব্যাপার- কি হয়েছে তোমার?" উত্তর না দিয়ে, একটো সিগ্রেট ধরিয়ে প্রাগৈতিহাসিক বলে- " আজ অনেকদিন হয়ে গেলো,আমাকে আর জ্বালাসনে তো, তোকে আমার ভাল্লাগে না"। মহাকালের ঠোটে স্মিত হাসি- প্রাগ কথা শুরু করতে, তা না শুনে গান গাওয়া আরম্ভ করে- "মরে যাবো বলে তো জন্মগ্রহন করিনি তোমাকে কাঁদাবো বলেই তো ভালোবেসেছি" থাকো গেলাম- রাত হয়ে এসেছে..... প্রাগের সিগ্রেট শেষ হয়ে আসে, ভালো না লাগার ক্ষনগুলো আবার বেড়ে যায়। জীবনটা কে সে কেমন যেন ভেজে ভেজে খেয়ে ফেলছে,প্রতিনিয়ত, অথচ কত সম্ভবনা ছিলো ওর মধ্যে। ইচ্ছে করলে হয়তো মহাযাত্রার সঙ্গী হতে পারতো, কিংবা অলিখিত কবি,অথবা- কোন চিত্রশিল্পী।

সম্ভবনার কাছে মাথা নিচু করে, নিকোটিনে বুক পোড়াতে ওর ভালো লাগে সবচেয়ে বেশি। রাত গভীর হতে থাকে। প্রাগের চেতনার ধারাবাহিকতায় অতীত আর বর্তমান, জন্মের একেবারে শুরুর কথা ওর ভাবনায় খুব বেশি নাড়া দিয়ে যায়। শৈশবে যে নারীকে সে দেখেছে অন্যরকম মমতাময়ী তাকে যৌবনে এসে দেখে আলাদা- ছলনাময়ী ও একইসাথে জ্বালাময়ী। মৃত্যুর কথা মাথায় আসে, আর বেশীদিন বাঁচবে না কল্পনা করে, চিন্তায় আসে মৃত্যু আসন্ন।

যেখানে নারীর দেহে শতশত ভাজ পড়ে গিয়েছে, কিন্তু মনের অবস্থা অচেতন। নারীর যে কি বেদনা, তা মনে হয় অজানাই থেকে গেলো! আসলে নারীকে উদ্ধার করা এ জীবনে আর হলোনা, কিংবা এটাও বলা যেতে পারে- শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত এ যাত্রাটা শুরু না করলে- মনে হয়,সবচেয়ে বেশী ভালো হতো। জীবন কে অন্যকোথাও যদি ব্যস্ত রাখা যেত, অন্যকোথাও ব্যয় করলে হয়তো মৃত্যু কে অন্যভাবে সৃষ্টি করা যেত এক নিমিষেই। কারন, যা যন্ত্রনার উপসর্গ হয়ে দাড়ায় তা মানুষের জীবনে অভ্যস্ততায় পরিনত হতে না দেয়াটাই উত্তম। কে জানে হয়তো শতাব্দীর এই যাত্রাটার ধ্বনি অন্যকোথাও অন্যভাবে আবার নতুন করে সৃষ্টি হবে অন্য কোনদিন...........


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.