আমাদের কথা খুঁজে নিন

   

প্রাগৈতিহাসিক সুখ অথবা প্রত্নতাত্ত্বিক দু:খ...

ঝর্ণার পাশে বাড়ি/ জলের তেষ্টায় মরি/ জীবনের খেলাঘর/ বেঁধে যাই নিরন্তর।

রুদ্ধ দরোজার অরুদ্ধ অর্গলে দুহাত রেখে নিজের ভেতর অচেনা কাঁপন। সাহসের মন্দিরে স্বপ্ন ভয়ের ভীড়। অসহায়ত্বের পদ-চিহ্ন মুছে যায় কামনার সুতীব্র স্রোতে। হৃদয়-কুঞ্জবন ফুলের ফুলেল উচ্ছ্বাসে মোহিত সৌরভে জাগিয়ে তোলে আজন্ম সুপ্ত এক প্রেম-সিন্ধু।

চাঁদের অবকাশে জোনাকির আলোয় ঝিঁঝিঁদের ক্রমাগত ক্রন্দন-গীতে কান্নাহীন সুরলহরী ভেঙ্গে যায় মোহনীয় রাতের নীরবতা; উল্লাসে জেগে ওঠে নির্মোহ ঘুমে স্তব্ধ হৃদয়বন্দর... মন-সাগরে তরঙ্গরা নৃত্তে ছন্দোময় প্রেমদুপুরে জীবন্তরা বৃত্তে বন্দি হয় আলোকপুরে হৃদয় জাগে জীবন কাব্যময় ফাগুনরাতে ফুলের বাগে হাজার কষ্টজয়। আমার বুকে সুরের নদী খেলছে নিপুণ ঢেউ ললাটজুড়ে মায়াবী হাত রাখছে আপন কেউ স্রোতের সাথে মেঘের মেলা মায়া ভরা রাত আমার পিঠে হাত পড়েছে নির্ভরতার হাত। সময়ঘোড়ার লাগামহীন ছুটে চলায় পদানত পৃথিবীর আদি অন্ত। প্রেমের টানে ভেঙ্গে যায় সব দেয়াল উঠেছিল যত করোটির বিশ্বাসে। ফাগুনের আগুনে ঝলসানো চোখে মুগ্ধতার আলিঙ্গনে কেঁপে ওঠো সমগ্র সত্তা।

ব্রহ্মরন্দ্রে অনুরিত হয় জীবন সুখের স্বপ্নময় উৎসবের স্বর্গোত্থিত সুর। আন্দোলিত আবেগের অর্বাচীন উচ্ছ্বাসে থেমে যায় নিয়মের বেড়াজাল। স্তব্ধ পৃথিবীর মুগ্ধ চোখে অপলক চেয়ে থাকায় শুরু হয় নয়া জীবনের আলোকিত স্বপ্নযাত্রা... রঙের বদল অনুপলে ভাবনা উদাসীন আকাশনীলে মনবিবাগী নিত্য নিশিদিন বুদ্ধিপুরে ভাবের জোয়ার জোগায় কলরব স্রোতের গানে উজান সুরে মিশ্র অনুভব। মহাকালের পথের পথিক বানায় ইতিহাস ইতিহাসের পাতাতে নেই সবার বসবাস। বিম্বিত মুখ মুখের মায়ায় আশায় অভিসার জাগ্রত বোধ বোধের ছায়ায় পেল অধিকার কামনার শুন্যতা নেই খুঁজেনা সমাপ্তির পথ।

নির্ঘুম জেগে থাকে অধীর অপেক্ষায় দিনসারাদিন, ফুঁসে ওঠার সুতীব্র আকাঙ্ক্ষায় জেগে থাকে পাজর খাঁচায়। নিয়ত বদলে যায় সময়ের ইতিহাস গড়ে ওঠে সভ্যতার নব-পাটাতন। কালের আলিঙ্গনে কালের উন্মেষ কামনার আদুরে আশ্রয়ে। ফলিত অপ্রাপ্তির ভীড়ে ফেরারী প্রাপ্তিরা সমসত্ব; স্বপ্ন-বাস্তবের দ্রবণে অফুরন্ত আয়ুষ্কালে বাঁচে উপমায় স্বত্বহীন ব্যবহার জীবনের বাঁকে বাঁকে কথন উপ-কথনে... সুখের বাহন সদাই থামে অশ্রু আলিঙ্গন এপিঠ ওপিঠ সুখের দুখের বাণী চিরন্তন কষ্ট-প্রহর দীর্ঘ সফর চলছে অবিরাম সময়নদী সাক্ষী নীরব দেখছে পরিণাম। আবেশ-মাখা মায়াবী-চোখ মুগ্ধ-অপলক প্রেমের টানে মুখর-মুখে গল্প-অনর্থক নীরব রাতে জোস্না-নীলে হৃদয় সুপান্থ মেঘের বাড়ি রৌদ্রে ভরা আলোয় দিগন্ত।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.