মাঝে মাঝে বৃষ্টি দেখে হাত বাড়ানোর ইচ্ছে জাগে... ভেতর ভেতর যাই পুড়ে যাই, কেউ জানেনা আমার আগে...
একদিন ভরা বর্ষায় সমুদ্র দেখার ইচ্ছে ছিল
থইথই জোছনায় নিঃশব্দ নীলগিরি
কুয়াশায় ঘুমভাঙ্গা একলা শহর
আর ইচ্ছে ছিল,
কান্নার রাতে আঙ্গুলের ডগা ছুঁয়ে একফোঁটা বৃষ্টি দেখার।
আমরা অপেক্ষায় ছিলাম।
বৃষ্টি দেখবো, সমুদ্র দেখবো, পাহাড় দেখবো
আর বুকের ভেতর মিশে গিয়ে অচিনপুরের কান্নায়
পরস্পরকে জড়িয়ে ধরে বৃষ্টি ছোঁব।
আমরা অপেক্ষায় ছিলাম।
অপেক্ষায় ছিল পাহাড়, সমুদ্র, বৃষ্টি আর তৃষ্ণার্ত শহরও।
আমরা কড়ে আঙ্গুলে দিন গুনেছি
আমরা ক্লান্তিতে অপেক্ষায় অজস্র রাত গুনেছি
একা একা চুপচাপ জানালার গ্রীল ধরে দাঁড়িয়ে থেকেছি
বাইরে বৃষ্টি ছিল, সমুদ্র ছিল, জোছনা ছিল, নীলগিরি ছিল
আমরা আমাদের পৃথক জানালাগুলো নিঃশব্দে বন্ধ করেছি।
আমরা অপেক্ষায় ছিলাম।
আমরা হাতের ভেতর হাত রেখে, চোখের ভেতর চোখ রেখে
একদিন বৃষ্টি ছোঁব, ঢেউ আর কুয়াশা ছোঁব।
জোছনা মেখে পায়ের ছায়ায় পা রাখব বলে
আমরা অপেক্ষায় ছিলাম।
আমাদের অপেক্ষারা এখনো আছে।
আসলে, অপেক্ষারা চিরকালই থাকে।
আমি, তুমি, কিংবা আমরা না থাকলেও।
অপেক্ষারা চিরকাল থাকে। অনন্ত অপেক্ষায়।
হয়তো আমি, তুমি কিংবা আমরাই থাকি না।
----------------------------------------
প্রাগৈতিহাসিক/সাদাত হোসাইন
২৪.০৮. ২০১৩
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।