রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) ঠিকাদার অ্যাডওয়ার্ড স্নোডেন মস্কোর শেরেমেতিভো বিমানবন্দরের বহির্গমন পথে আছেন। তিনি বলেন, স্নোডেন স্বাধীন এবং তাঁর উচিত যত দ্রুত সম্ভব গন্তব্যের উদ্দেশে বিমানবন্দর ছেড়ে যাওয়া।
আজ মঙ্গলবার ফিনল্যান্ডে এক সংবাদ সম্মেলনে পুতিন এসব কথা বলেন।
রয়টার্সের খবরে বলা হয়, স্নোডেন ইস্যু রাশিয়া-যুক্তরাষ্ট্রের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলে সংবাদ সম্মেলনে আশা প্রকাশ করেন পুতিন। এ সময় ওয়াশিংটনের দাবি অনুযায়ী স্নোডেনকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হবে না বলেও ইঙ্গিত দেন তিনি।
রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমরা যেসব দেশের সঙ্গে অপরাধী প্রত্যর্পণের চুক্তি করেছি, কেবল সেসব দেশের কাছেই বিদেশি নাগরিকদের হস্তান্তর করতে পারি। ’ তিনি আরও বলেন, স্নোডেন রাশিয়ায় কোনো অপরাধ করেনি।
স্নোডেন নিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগকে ‘অযৌক্তিক’ ও ‘ফালতুু’ আখ্যায়িত করে তা নাকচ করে দিয়েছেন পুতিন। তিনি বলেন, রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলো স্নোডেনকে নিয়ে কোনো কারসাজি করেনি। তবে তিনি আশা প্রকাশ করে বলেন, এ বিষয়টি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে প্রভাব ফেলবে না।
যুক্তরাষ্ট্রের নজরদারি কর্মসূচির তথ্য ফাঁস করার অভিযোগ থাকা স্নোডেন গত রোববার হংকং থেকে মস্কো বিমানবন্দর পৌঁছান।
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, গুপ্তচরবৃত্তির অভিযোগে স্নোডেনকে দেশে এনে বিচারের জন্য দেশটির কূটনীতিক ও জাস্টিস ডিপার্টমেন্টের কর্মকর্তারা রাশিয়ার সঙ্গে একটি চুক্তির বিষয়ে কথা বলেছে।
তবে ৩০ বছর বয়সী ওই যুক্তরাষ্ট্রের নাগরিক সম্বন্ধে পুতিন বলেন, ‘স্নোডেন একজন স্বাধীন লোক। তিনি যত দ্রুত সম্ভব তাঁর চূড়ান্ত গন্তব্য ঠিক করবেন, তা ততই আমাদের ও তাঁর জন্য মঙ্গলজনক। ’।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।