রাশিয়া বিশাল একটা দেশ। তার একটা অন্চল হলো লেনিনগ্রাদ অবলাষ্ট। তার আয়তন ৮৫ হাজার ৩ শত বর্গ কি। মি। আর বাংলাদেশের আয়তন হলো ১ লক্ষ ৪৪ হাজার বর্গ কি।
মি। । এটা রাশিয়ার ৩৯ তম বৃহ্ওম জেলা। এর অবস্হান রাশিয়ার উওর-পশ্চিম অন্চলে। ফিনল্যান্ডের আর এস্তোনি্য়ার পাশে।
রাশিয়া আয়তনে ১ম স্হানের আর বাংলাদেশ ৯৪তম। রাশিয়ার জনসংখ্যা ১৪ কোটি, আর বাংলাদেশের ১৬ কোটি।
Amar prothom lekha:
Amar 2nd lekha
এর অর্থ কি? এখানে মানুষ নেই বললেই চলে।
রাশি্য়ানরা (আমার অন্চলে কথাই বলতে পারি) মাসরুম খুব পছন্দ করে। রুশ ভাষায় তা হলো গ্রীবা।
আর গ্রীস্মকালে (হাস্যকর শব্দ! কারণ তা বছরে ৫-৬ দিন উপলব্ধি করা যায়। ) সবাই বনে যায় ফল ও মাসরুম সংগ্রহ করতে। গতকাল আমি গিয়াছিলাম প্রী-ওজেরসক অন্চলে, যা কিনা লেনিগ্রাদ বিভাগের একটা অন্চল। ছবিতে চেরনিকা (বিলবেরী ইংরেজীতে, বাংলা অনুবাদ করা যাবে না, বিচি ছাড়া জামের স্বাদ, অঢেল মজা। )।
বনের মাঝে এতো, ডানে,বামে,সামনে,পিছনে এবং পায়ের নিচে।
গ্রামের নাম গ্রোমোভা। অর্থ বজ্রপাতের কিছু একটা। কঠিন সৌন্দ্যর্য। সেইন্ট পিটার্সবাগ থেকে ১০০ কি/মি/।
২ ঘন্টায় গেলাম আমার ঝিগুলি ৭ম (রুশ গাড়ির মডেল, ১৯৯৯ সাল। ) দিয়ে।
পথে পড়ল সে এক নদী। নাম তার ভুয়োক্সা। ভয়ংকর স্রোত।
কে যেনো পাথরে লিখে গেছে, ভুয়োক্সা মৃত্যুর নদী।
এ নদী ফিনল্যান্ড থেকে প্রবাহিত হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।