আমাদের কথা খুঁজে নিন

   

ম্যাডাম এবং অন্যান্য

আহ অমরত্ব, তোমার উষ্ণ ঠোঁটে রাখি ঠোঁট, চোখ বন্ধ করে সবটুকু আনন্দ ভোগ করি। তোমার উষ্ণতায় বারেবারে বিলীন হয়ে যাই, দিতে পারিনি কিছুই, শুধু নষ্ট করে যাই।

সকালবেলা ঘুম থেকে উঠেই প্রাণ খুলে হাসলাম, আমার এক বিএনপি পন্থী বন্ধুর তীব্র আশাবাদের কথা শুনে। সে বলছে,
-আর কয়েকদিন পর নামিয়ে ফেলবো।
-কি নামাবি?
-আম্লীগ সরকারকে।


-কিভাবে নামাবি?
-ম্যাডাম একটা সিদ্ধান্ত নিশ্চয়ই দেবেন।
-কোন ম্যাডাম?
-ম্যাডাম জিয়া।
-ও, আমি ভেবেছিলাম ম্যাডাম ফুলি।
-কয়েকদিন পর বাপ বাপ করেও মাফ পাবে না।
-হুম।

রাজপুত্রের কি খবর?
-রাজপুত্র কে?
-তারেক ভাইয়া। ওনার দন্ড কি সোজা হয়েছে?
-কি দন্ড?
-আরে, মেরুদন্ডের কথা বলছিলাম।

বন্ধুর মেজাজ গরম হওয়া শুরু হয়েছে। আমার এখানে কফি বানিয়ে খাবে, এইজন্য দুটা ইনস্ট্যান্ট কফির প্যাকেট নিয়ে এসেছে। সে এই মুহুর্তে আমাকে কফি খাওয়াবে কিনা, সেটা নিয়ে সংশয়ে পড়ে গেলাম।

তাই ভাবলাম তার পালে একটু হাওয়া দেই।
-একটু ধর্য্য ধর। সব কিছুই হবে। টি টুয়েন্টি বিশ্বকাপটা চলে যাক। তাহলেই হবে।


-মানে?
-আরে মানুষ এখন ক্রিকেট খেলা নিয়ে ব্যাস্ত, তাই ম্যাডামের কথা শুনছে না। খেলা শেষ হয়ে যাক তারপর দেখবি জনগণ ম্যাডামের কথায় উঠছে বসছে।
-ফাইজলামি করস।
-না বন্ধু, এইসব সিরিয়াস বিষয় নিয়ে ফাজলামি করা যায়। চিন্তা করছি, সামনে আবার ফুটবল বিশ্বকাপ।



বন্ধু আর সহ্য করল না। সে কফির প্যাকেটগুলো নিয়ে আমার রুম থেকে বের হয়ে গেল। টিভি অন করলাম। গতকালের বাসি টক শো হচ্ছে। অতিথি মিয়ানো মুড়ি হতে বের হওয়া আওয়াজের মত আওয়াজ করছেন।

তিনি বোধহয় সময়ের অপেক্ষায় আছেন। সময় আসলেই তার গলা দিয়ে আবার ব্যাঘ্র স্বর বের হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.