আমাদের কথা খুঁজে নিন

   

ম্যাডাম এবং আপা , একটু ধীরে যান

.এই ব্লগে যে কয়টি পোস্ট আছে, সেগুলোর মন্তব্য সরাসরি প্রকাশিত হবে না। এই অক্ষমতার জন্য অগ্রিম ক্ষমাপ্রার্থী।

খেলা খেলাটা আবার বেশ শুরু হয়ে গেছে । রাজনৈতিক সংস্কারের গুষ্টি কিলিয়ে গনতন্ত্রের ধ্বজা উঁচু করতে ম্যাডাম নিজেই নিজের সভাপতিত্বের অনুষ্ঠানে আজীবনের জন্য নেতৃত্বের ঠিকাদারী নিয়ে নিয়েছিলেন । ভাগ্যিস , রাতে ঘুমোতে গিয়ে কিছুটা হুশ ফিরেছে , পরের দিন ঠিকাদারীটা অন্তত কাগজ কলমে বাদ দিয়েছেন ।

তবে এরই মাঝে বুলু আর মিলনকে কিলিয়ে কাঠাল পাকা করা হয়েছে , রাজপথে মারা গেছে জাহাঙ্গীর নামের এক নিরপরাধ । আব্দুল জলিল নামের ট্রামকার্ড বিশারদ জামিন পাওয়ার পরে দম ফেলার সুযোগ নেন নি , নিজের দলের লোকজনের কাছে গিয়ে বসার আগেই চিৎকার করে বলেছেন -আমি সাধারন সম্পাদক । তারপর অবশ্য অজ্ঞাত(!) কারনে আপাতত তিনি সেই দায়িত্ব নিতে অপারগ হয়েছেন । আওয়ামীলীগের পক্ষ থেকে বলা হয়েছে খালেদা বড় চোর । হাসিনার কানটা ঠিক হয়ে দেশে ফিরলেই আমাদের কানের পোকাটা নড়ে উঠবে , এমন আশা করে বসে আছি ।

তবে কথা হচ্ছে ম্যাডাম এবং আপা , আপনাদের হাতে অফুরান সময় । আপনারা আজীবনের জন্য নেতা হয়ে বসে আছেন , আমরা জিন্দাবাদ দেই । কিন্তু একটু ধীরে যান । মানুষ যদি খুব বেশি বিরক্ত হয়ে পড়ে দ্রুত , মানুষ যদি আবার সেই সংঘাতের জন্য আঁতকে ওঠে , তাহলে হয়তো আর মিষ্টি মিষ্টি কথা বিশারদরা আর ক্ষমতা দখল করবে না । তখন হয়তো সরাসরি মাঠে নেমে পড়বে হাটু বাহিনী ।

দিন আছে । ইলেকশনটা করে ফেলুন নমো: নমো: করে । তারপর তো মাঠ ঘাট ময়দান সবই আপনাদের , বেশ করে লাঠিখেলা করা যাবে । তবু ধীরে যান মাননীয়ারা । হাটু বাহিনী আসার সুযোগটা দিয়েন না দয়া করে ।

আমরা অধম জনগন তো বুটের লাথি চিনি । উহ্ , সে বড় কষ্টের । অন্তত সেই লাথিটা থেকে বাঁচিয়ে আপনাদের নরম নরম গোদা পায়েই লাথি মারুন । লাথি যখন নিয়তি , সেটা খাবোই , তবে একটু আস্তে খাওয়ার আবেদন জানাই ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.