১৮ শতকের মাঝামাঝি সময়ে যে কটি অনবদ্য, অমর সাহিত্যকর্ম এখনো পাঠকদের রোমাঞ্চিত করে প্রতিনিয়ত তার একটি ম্যাডাম বোভারি। গুস্তাভ ফ্লবার্টের প্রথম উপন্যাস ছিল এটি। সিরিয়াল আকারে প্রথম দিকে এটি প্রকাশিত হতে তাকে। পরবর্তীতে এটি বই হিসেবে প্রকাশিত হয়। একজন চিকিৎসক নারীর জীবনের নানা বর্ণিল দিকগুলোর অসাধারণ উপস্থাপন উপন্যাসটিকে হৃদয়ছোঁয়া করেছে পাঠকদের কাছে।
উচ্চাভিলাষী জীবনযাপনের আড়ালে একান্ত ব্যক্তিগত জীবনের খোঁজে নতুন করে স্বপ্নবোনা এবং সব প্রতিকূলতাকে উপড়ে ফেলে এগিয়ে যাওয়ার গল্প উপন্যাসের কেন্দ্রবিন্দুতে থেকে পাঠকদের প্রতিটি পৃষ্ঠা পড়ে যাওয়ার পেছনের আসল শক্তি। এসব কারণেই কালজয়ী সেরা বইয়ের
তালিকায় টাইমের চোখ এড়াতে পারেনি ম্যাডাম বোভারি। ১৮৫৬ সালের দিকে যখন এটি পর্ব আকারে প্রকাশ হতে শুরু করে তখন থেকেই একই সঙ্গে আলোচিত ও সমালোচিত হতে থাকে উপন্যাসটি। নগ্নতার উপস্থাপন রয়েছে এমনও অভিযোগও উঠে উপন্যাসটির বিরুদ্ধে।
এর পক্ষে-বিপক্ষে আলোচনার পরও উপন্যাসটি পাঠকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেতে থাকে।
এটার প্রমাণ পাওয়া যায় বই আকারে প্রকাশের পর। সে বছরই শুধু নয়, সময়ের অন্যতম 'বেস্টসেলার' বই হিসেবে আজো এটি সমাদৃত। বলা হয়ে থাকে এটি ফ্লবার্টের মাস্টারপিস।
বই : ম্যাডাম বোভারি
লেখক : গুস্তাভ ফ্লবার্ট
ভাষা : ফ্রেঞ্চ
ধরন : উপন্যাস
প্রকাশক : রিব্যু ডে প্যারিস
প্রকাশকাল : পর্বাকারে ১৮৫৭,
বই আকারে ১৮৫৭
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।