আমাদের কথা খুঁজে নিন

   

ম্যাডাম যা বলেন !!

পৃথিবীর বুকে বেচেঁ থাকা আর তার জন্যই ভালবাসা। খালেদা ম্যাডামের ভাষ্য মতে, এত বড় গনহত্যা হল ২৫০০ হাজার মানুষ শহীদ হল এদের মা-বাবা, আত্বীয়-স্বজন সব কী ঘুমে এদের কি ঘুম ভাঙবেনা,এরা কি মিড়িয়ার সামনে এসে বলতে পারছেন না আমাদের প্রিয়জনদের কোন খোজ নেই। যদি মিডিয়া সব সরকারী দলের হয় তবে খালেদা জিয়া তার বাসভবনে সাংবাদিক সম্মেলন করে এই নিহতদের আত্বীয়-স্বজনদের নিয়ে সরকারের কাছে গুম হওয়া ২৫০০ হাজার শহীদের লাশ চাইতে পারেন না। ২৫০০ হাজার শহীদ হলে ৫০০০০ হাজার আহত হওয়ার কথা এরা কোন কোন হাসপাতালে আছে এদের খবর কেন খালেদা ম্যাডাম প্রকাশ করেন না? আর যদি এই আহত গুলারেও সরকার গুম করে তবে তার আত্বীয় পরিজন কোথায় ? ১০০০০ হাজার আইন-শৃংখলা বাহিনীর সদ্যস্য অভিযান পরিচালনা করছে তারা সবাই কি সরকার দলীয় ? তারা কি মোবাইলে এগুলা ভিড়িও করতে পারেনাই? যেখানে বিবিসি , সিএনএন,এপি নিউজ বলে ৪৭ জন তিন দিনের ঘটনায় নিহত সেখানে খালেদা আপা ২৫০০ হাজার খুজে পান না। হেফাজতের সম্মেলনে কতজন নিহত তার সঠিক দাবী হেফাজত নেতারা নিজেরাও করেন না সেখানে খালেদা ম্যাডাম হাম্বা হাম্বা করে আর তার সাথে বাছুর গুলার ঘুম হারাম। আমারদেশ বন্ধ হওয়ার পর মাহমুদুর রহমানের অসমাপ্ত কাজ খালেদা ম্যাডাম নিজের কাধে তুলে নিয়েছেন গনহত্যা কথা যত জোর দিয়ে বলেন যারা ঐ দিন কুরআন শরীফ পুড়ালো মসজিদে আগুন দিল তাদের বিষয়ে ম্যাডাম এর ভাষ্য এটা সরকারের নিজের হাতের কাজ। যারা গুজব ছড়ায় , যারা ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানায় তারা আমাদের বোকা ভাবেন বার বার ।।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.