চলার পথকে নিজের মত করে রঙাত চাই। ইসলাম!!! মানব সভ্যতাকে আলোর দিশা দেয়ওয়ার জন্য যার আবির্ভাব। মানুষকে সঠিক ও সুন্দর পথ দেখানোর একমাত্র দিশা ইসলাম! আল্লাহর রাসূলের কাছে আল্লাহ্ প্রথম যে শব্দ নাজিল কেরেছে তা হচ্ছে 'পড়'. ইসলামের সাথে পড়া অর্থাৎ জ্ঞান লাভ ওতপ্রোত ভাবে জড়িত। ইসলামকে পরিপূর্ণ রূপে বুঝতে হলে ইসলামের উপর স্টাডি করা অত্যাবশ্যক! কিন্তূ অতীব দুঃখের বিষয় হলো বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট দেখে মনে হচ্ছে উল্টা! ইসলাম,কুর্আন,হাদীস সম্পর্কে একজন মুসলিম হিসেবে যার নূন্যতম জ্ঞান নাই সেই দেখি বাংলাদেশে ফতোয়া দিতে সিদ্ধ হস্ত! যারা মক্কা মদিনার বিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা করে আসছেন,যারা ইসলামী স্তুদি তে পি এইচ ডি ডিগ্রী ধারী তারা এই বাঙলায় ইসলাম বুঝে না! বাংলাদেশে ইসলাম বুঝে সে যে যেরে আল কুর্আনের ১১৪ সুরার নাম বলতে বললেই পারবে না,এর নামের অর্থ, সুরা সমূহের সানে নজুল, তাফসীর তো দূরের কথা! জীবনে কোন দিন কুর্আনের তাফসীর হাতে নিছে নাকি সন্দেহ?? ওরাই আবার ফতোয়া(?) দেয়, যার ইসলামী শিক্ষাই পি এস ডি ধারী তারা নাকি ইসলাম বুঝে না, তারা মানুষকে বিবভ্রান্ত করে! আর এইসব নাপরা ইসলামী পণ্ডিত বর্গ মনে হয় সরকারিদল ও বামদের মধ্যেই বেশি বিদ্য মান! তাই বাংলার প্রেক্ষাপট হলো ইসলাম এমন একখানা এতিম বিষয় যা যত বেশি অধ্যায়ন করবেন তত কম বুঝবেন, আর যত কম অধ্যায়ন করবেন তত বেশি বুঝবেন!!! এখন আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে কাদের কথা আপনি মানবেন! যারা বিভ্রান্ত টাদের প্রতি অনুরোধ নিজে পড়েন! আংশিক না সম্পূর্ণ পড়েন,পূর্ণ জ্ঞান লাভ করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।